শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৫ সালে এসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

whatsapp ban those phone

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বেশ কিছু মডেলের স্মার্টফোনে ২০২৫ সালে হোয়াটসঅ্যাপ চলবে না। ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরনো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ হয়ে যাবে ৷ 

৯-১০ বছর আগের অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷


বিজ্ঞাপন


এর অর্থ হল পুরনো অপারেটিং সিস্টেম যাদের আছে তারা এখনই ফোন পরিবর্তন করে ফেলুন ৷ কেননা পুরনো ফোনে আর চলবেনা হোয়াটসঅ্যাপ ৷ 

আরও পড়ুন: ২০২৪ সালে গুগলে মানুষ সবচেয়ে বেশি যা জানতে সার্চ করেছেন

অ্যাপ সিকিওর, এফিশিয়েন্ট, আধুনিক বা নতুন প্রযুক্তিযুক্ত ফোন ব্যবহার করতে হবে ৷ এই কারণেই হোয়াটসঅ্যাপে পুরনো অপারেটিং সিস্টেম কাজ করা হয়ে যাবে ৷

পুরনো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ কাজ যে করবে না তার মুখ্য কারণ হল পুরনো সিস্টেমে ডেটা বা তথ্য সুরক্ষিত থাকবে না।


বিজ্ঞাপন


১ জানুয়ারি ২০২৫ থেকে যে যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাবে একনজরে দেখে নেওয়া যাক ৷ 

app

যেসব অ্যানড্রয়েড ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

Samsung Galaxy S3, Motorola Moto G3, HTC One X, Sony Xperia Z, Samsung Galaxy Note 2, Samsung Galaxy S4 Mini, Motorola Moto G (First Generation). 

Motorola Razr HD, Moto E 2014, HTC One X, HTC One X+, HTCDesire 500, HTC Desire 601, LP Optimum G, LG Nexus 4

LG G2 Mini, LG L90, Sony Xperia Z, Sony Xperia SP, Sony Xperia T, Sony Xperia V

যেসব আইফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

শুধুই অ্যানড্রয়েড ফোনই নয় ২০২৫ সালের শুরু থেকে বেশ মডেলের আইফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ। এই ফোনগুলো হলো-

WhatsApp ios, 15.1  iphone 5s, iphone 6, iphone 6 plus

এই হ্যান্ডসেটগুলো যারা ব্যবহার করছেন তাদের জন্য বার্তা তাড়াতাড়ি ফোন বদলে ফেলুন কেননা এবার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৷

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর