মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রেন্ডিং সার্চ ২০২৪

২০২৪ সালে গুগলে বেশি সার্চ হয়েছে এসব বিষয়ে জানতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

google trending seach 2024

২০২৪ সালের ট্রেন্ডিং সার্চ রেজাল্ট প্রকাশ করেছে গুগল। এতে দেখা যাচ্ছে এবছর রাজনীতি, নির্বাচন এবং খেলা নিয়েই সাধারণ মানুষের আগ্রহ বেশি।

২০২৪ সালে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে ১০টি বিষয়ে: ২০২৪ সালে যে ১০টি বিষয় নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছেন, তার মধ্যে প্রথমেই রয়েছে ‘আইপিএল’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘টি২০ বিশ্বকাপ’। তৃতীয় স্থানে ‘বিজেপি’।


বিজ্ঞাপন


চতুর্থ স্থানে রয়েছে ‘২০২৪ সালের নির্বাচনী ফলাফল’। ‘অলিম্পিক্স ২০২৪’ রয়েছে পঞ্চম স্থানে। এরপর সাধারণ মানুষের আগ্রহ ছিল তাপমাত্রা বৃদ্ধি নিয়ে। ‘এক্সেসিভ হিট’ রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে ‘রতন টাটা’কে নিয়ে সার্চ। অষ্টম স্থানে ‘কংগ্রেস’। নবম স্থানে ‘প্রো কবাডি লিগ’। এবং দশম স্থানে রয়েছে ‘ইন্ডিয়ান সুপার লিগ’।

topics

আইপিএল, অলিম্পিক্স এবং টি২০ বিশ্বকাপ যে ট্রেন্ডিং সার্চের তালিকায় থাকবে সেটাই স্বাভাবিক। তবে প্রো কাবাডি লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, উইমেন্স প্রিমিয়ার লিগ, দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আগ্রহ রয়েছে। এই সব বিষয়েও সার্চ করেছেন বহু ইউজার। এছাড়া কোপা আমেরিকা, ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়েও সার্চ হয়েছে প্রচুর।

আরও পড়ুন: ২০২৪ সালে গুগলে মানুষ সবচেয়ে বেশি যা জানতে সার্চ করেছেন


বিজ্ঞাপন


গুগল জানিয়েছে, এ বছর সার্চের জন্য অনেকেই গুগল লেন্স এবং সার্কল টু সার্চ-এর মতো টুল ব্যবহার করেছেন। বিশেষ করে অনুবাদ এবং কেনাকাটার সময়। ভিজ্যুয়াল সার্চের সময় অনেকেই ‘হাউ টু ইউজ’ বাক্য জুড়ে দিয়েছেন। 

প্রসঙ্গত, এআই সাপোর্টেড ‘সার্কল টু সার্চ’ ফিচার চালু হয় স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং পিক্সেল ৮ সিরিজে। এখন অনেক মিড রেঞ্জের ফোনেও এই ফিচার থাকছে।

গুগল জানিয়েছে, এ বছর সার্চের জন্য অনেকেই গুগল লেন্স এবং সার্কল টু সার্চ-এর মতো টুল ব্যবহার করেছেন। বিশেষ করে অনুবাদ এবং কেনাকাটার সময়। ভিজ্যুয়াল সার্চের সময় অনেকেই ‘হাউ টু ইউজ’ বাক্য জুড়ে দিয়েছেন। প্রসঙ্গত, এআই সাপোর্টেড ‘সার্কল টু সার্চ’ ফিচার চালু হয় স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং পিক্সেল ৮ সিরিজে। এখন অনেক মিড রেঞ্জের ফোনেও এই ফিচার থাকছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর