শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সহজে ভাঙবে না

এই ফোনের ডিসপ্লে লোহার মতো শক্ত!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

loading/img

সহজে ভাঙবে না এমন শক্ত ডিসপ্লের ফোন আনল চীনের হ্যান্ডসেট কোম্পানি অনর। যার মডেল অনর এক্স৯বি। যারা মধ্যম-বাজেটে একটি প্রিমিয়াম ক্যামেরা এবং শক্তিশালী ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোন হতে পারে আদর্শ। 

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, এন্টি-ড্রপ রেজিস্ট্যান্ট ডিসপ্লে এবং ৩ দিনের ব্যাটারি ব্যাকআপের মতো ফিচার নিয়ে বাজারে এসেছে অনর এক্স৯বি।


বিজ্ঞাপন


honor

অনর এক্স৯বি মডেলে রয়েছে অসাধারণ ফিচার। ফোনটিতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেনারেশন ১ চিপসেট।  এর ডিসপ্লে অল্ট্রা-বাউন্স এন্টি-ড্রপ ডিসপ্লে টেকনোলজি দ্বারা সুরক্ষিত, যা ১.২ গুণ পর্যন্ত ড্রপ ইমপ্যাক্ট শোষণ করতে সক্ষম। এছাড়া, এর তিন-স্তরের প্রোটেকশন সিস্টেম ফোনের স্ক্রিন, ফ্রেম এবং অভ্যন্তরীণ উপাদানগুলোকে সুরক্ষিত রাখে। কোম্পানির দাবি, একবার সম্পূর্ণ চার্জে এটি ৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

jonor

৫৮০০ এমএএইচ ব্যাটারিসহ ফোনটিতে রয়েছে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.১ এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মটোরোলার এই ফোন সবচেয়ে দ্রুত চার্জ হয়

ফটোগ্রাফির জন্য অনর এক্স৯বি হ্যান্ডসেটে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরার সেটআপ। এতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত। সেলফির জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি ধুলা এবং পানির ক্ষতি থেকে সুরক্ষিত রাখার জন্য আইপি ৫৩ রেটিং পেয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub