মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২৫ ওয়াটের ফাস্ট চার্জার 

মটোরোলার এই ফোন সবচেয়ে দ্রুত চার্জ হয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম

শেয়ার করুন:

motorola phone

দ্রুতগতিতে চার্জ হয় এমন একটি ফোন আনল মটোরোলা। যার মডেল মটো এজ ৫০ প্রো। এই ফোনে দেওয়া হয়েছে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনের অন্যান্য ফিচারও দুর্দান্ত। 

ভারতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটির দাম মাত্র ৩২ হাজার রুপি। 


বিজ্ঞাপন


motorola

মটোরোলা এজ ৫০ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ১.৫ কে পিওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ প্রটেক্টশন দেওয়া হয়েছে। ফোনটি শক্তিশালী কোয়ালকম  ৭ জেনারেশন ৩ প্রসেসরে চলে। এতে অ্যানড্রয়েড ১৪ ওএসে কাজ করে। ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এটি দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করে।

আরও পড়ুন: নতুন ফোন কেনার পর কত ঘণ্টা চার্জ দিতে হয়?

ফটোগ্রাফির জন্য এজ ৫০ প্রোতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি প্রেমীদের জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


motorola-pic

ডিভাইসটিতে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং-এর সুবিধাও প্রদান করে। বিশেষভাবে, এটি আইপি৬৮ রেটিংসহ আসে, যা ফোনটিকে পানি এবং ধুলা প্রতিরোধী করে তোলে।

এই দামের মধ্যে এমন ফিচার-প্যাকড স্মার্টফোন পাওয়া একটি দুর্লভ সুযোগ। মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি-এ সুপারফাস্ট চার্জিং, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরসহ আধুনিক প্রযুক্তি পাওয়া যাচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর