সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ড্রাফট মেসেজ সেভ করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ড্রাফট মেসেজ সেভ করা যাবে

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার। যার নাম ‘মেসেজ ড্রাফটস’।

কী এই ফিচার?


বিজ্ঞাপন


এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ট মেসেজ সেভ করতে পারবেন। এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না। কেননা মেলের মতোই তা ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

অনেক সময়ই এমন হয়, কোনও মেসেজ টাইপ করার পর হয়তো তা আর পাঠানো হল না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ‘ড্রাফট’ হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই কোনও ইউজার ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলিকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের সিক্রেট কোড ফিচার জানেন কি?

প্রসঙ্গত, টেলিগ্রামে ইতিমধ্যেই এমন সুবিধা লভ্য। সেখান থেকেই এবার তা হোয়াটসঅ্যাপেও চলে এল। আপাত ভাবে এটিকে ছোট কোনও আপডেট মনে হলেও আদপে কিন্তু তা নয়। কেননা অসমাপ্ত মেসেজ হারিয়ে ফেলার জন্য অনেক সময়ই সমস্যা তৈরি হতে পারে। যা এবার থেকে আর হবে না।


বিজ্ঞাপন


সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এবছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশি’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাঁদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর