শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তুলনা

কার্ভড নাকি ফ্ল্যাট— কেমন ডিসপ্লের ফোন কিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম

শেয়ার করুন:

smartphone display

স্মার্টফোনের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। আর তাইতো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক স্টাইলিশ ফোন বাজারে আনছেন। এখন বাজারে দুই ধরনের ডিসপ্লের ফোন পাওয়া যায়। একটি ফ্ল্যাট ডিসপ্লের। অন্যটি কার্ভড ডিসপ্লের। এই দুই ধরনের ডিসপ্লে থেকে নিজের জন্য কোনটি কিনবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। 

dis


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্মার্টফোনে আইপি রেটিং কী? জানেন না বেশিরভাগ মানুষ

স্মার্টফোন কেনার আগে আপনাকে এর নানা ফিচার সম্পর্কে অবশ্যই জানতে হবে। বিশেষ করে ফ্ল্যাট ও কার্ভড ডিসপ্লের সুবিধা-অসুবিধা বুঝতে হবে। ফ্ল্যাট এবং কার্ভড ডিসপ্লে উভয়েরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সঠিক ডিসপ্লে সহ ফোনটি বেছে নেওয়া উচিত।

di

ফ্ল্যাট ডিসপ্লের ফোনের সুবিধা ও অসুবিধা


বিজ্ঞাপন


প্রথম সুবিধা: ফ্ল্যাট ডিসপ্লেতে টেম্পারড গ্লাস ইনস্টল করা সহজ এবং এটি নিরাপদ কারণ এই স্ক্রিনে বুদবুদ দেখা দেওয়ার আশঙ্কা কম।

দ্বিতীয় সুবিধা: সাধারণত, ফ্ল্যাট ডিসপ্লেসহ ফোনগুলো কার্ভড ডিসপ্লের ফোনের তুলনায় কম ব্যয়বহুল।

প্রথম অসুবিধা: ফ্ল্যাট ডিসপ্লেসহ ফোনগুলো কার্ভড ডিসপ্লের তুলনায় কম আকর্ষণীয় দেখাতে পারে।

দ্বিতীয় অসুবিধা: ফ্ল্যাট ডিসপ্লেতে ভিডিও দেখার অভিজ্ঞতা কার্ভড ডিসপ্লের তুলনায় বেশি মজাদার নয়।

display

কার্ভড ডিসপ্লের ফোনের সুবিধা ও অসুবিধা

প্রথম সুবিধা: কার্ভড ডিসপ্লের ফোনগুলো দেখতে বেশ আকর্ষণীয়।

দ্বিতীয় সুবিধা: কার্ভড ডিসপ্লেসহ ফোনে ভিডিও দেখার অভিজ্ঞতা দুর্দান্ত।

প্রথম অসুবিধা: কার্ভড ডিসপ্লেসহ ফোনগুলো সাধারণত ফ্ল্যাট ডিসপ্লে সহ ফোনের চেয়ে বেশি ব্যয়বহুল।

দ্বিতীয় অসুবিধা: একটি কার্ভড ডিসপ্লেতে টেম্পারড গ্লাস ইনস্টল করা কঠিন এবং এটি সহজেই বন্ধ হয়ে যেতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর