শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাখ টাকার আইফোন তৈরির খরচ কত জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

phone  making cost

অ্যাপলের আইফোনের দাম লাখ টাকা। কিন্তু এই ফোন তৈরির খরচ কত তা অনেকেরই জানা নেই। গ্রাহকের কাছ থেকে অ্যাপল কত লাভ করে সে সম্পর্কে ধারণা বুঝি কারোরই নেই।

আইফোন ছাড়াও লাখ টাকায় বিক্রি হয় গুগলের পিক্সেল ফোন এবং স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলো। অ্যাপল বা অন্য যে কোনও কোম্পানিই হোক না কেন। কিন্তু এত দাম কেন? কোভিড এবং উন্নত মানের চিপ তৈরির খরচ বাড়ার কারণেই ফোনের দাম বেড়েছে বলে দাবি স্মার্টফোন নির্মাতাদের।


বিজ্ঞাপন


কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্টে কিছুটা ভিন্ন তথ্য সামনে এসেছে। রিপোর্টে আইফোন ১৬ প্রো এবং পিক্সেল ৯ প্রো তৈরির খরচ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

iphone

পিক্সেল ৯ প্রো স্মার্টফোন তৈরি করতে যে সব যন্ত্রাংশ লাগে তার দাম প্রায় ৪০৬ ডলার। একইভাবে আইফোন ১৬ প্রো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রাংশের মূল্য ৫৬৮ ডলার। 

পিক্সেল ৯ প্রো তৈরির খরচ পিক্সেল ৮ প্রোর তুলনায় ১১ শতাংশ কম। তবে এভাবে সবসময় তুলনা করা যায় না। কারণ পিক্সেল ৯ প্রোর স্ক্রিন এবং ব্যাটারি ছোট। পিক্সেল ৯ প্রোর টেনসর জি৪ চিপের দাম প্রায় ১০ হাজার টাকারও বেশি। যেখানে স্যামসাং এম১৪ ডিসপ্লে এবং ক্যামেরার দাম যথাক্রমে ৭ থেকে ৮ হাজার টাকা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্মার্টফোন নষ্ট হচ্ছে আপনার এই ৫ বদঅভ্যাসে

অন্য দিকে, আইফোন ১৬ প্রো তৈরির খরচ আইফোন ১৫ প্রোর তুলনায় ৬ শতাংশ বেশি। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এ১৮ প্রোর চিপসেটের দাম প্রায় ১৫ হাজার টাকা। যেখানে স্ক্রিন এবং ক্যামেরার দাম ১০ থেকে ১২ হাজার টাকা।

phone2

স্পষ্ট বোঝা যাচ্ছে, অ্যাপল এবং গুগল, দুটি কোম্পানিই তাদের প্রো ফোনগুলোর তৈরির খরচের দ্বিগুণ দামে বাজারে বিক্রি করছে। কিন্তু কেন? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা প্রয়োজন, রিপোর্টে যে খরচ দেখানো হয়েছে সেটা ম্যানুফ্যাকচারিং কস্ট। অর্থাৎ ফোন তৈরি করতে কত খরচ পড়ে সেটাই।

আরও পড়ুন: ফোনে নেটওয়ার্ক না পেলে কী করবেন?

এখন কারখানায় শুধু ফোন তৈরি করলেই তো হবে না। সেটাকে বাজারজাত করতে হবে। ইউজারকে জানাতে হবে নতুন ফোন এবং তার ফিচারের কথা। সোজা কথায়, শিপিং, ডিস্ট্রিবিউশন, গবেষণা এবং উন্নয়ন, মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রেও বিপুল খরচ হয়। সেগুলোও হিসেবের মধ্যে ধরতে হবে। এই সব মিলিয়েই ফোনের দাম বেড়ে যায়।

এজেড

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর