শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুক রিমেম্বারিং

আপনার মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের কী হবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

facebook account memorialization

পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মেটার অধীন এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর মৃত্যুর পরও তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখায়। সুরক্ষিত এই সোশ্যাল মিডিয়া খুব সহজে অন্য কেউ নিয়ন্ত্রণে নিতে পারে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আপনার মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের কী হবে? আদৌ কি সেই প্রোফাইল ফের ব্যবহার করা যাবে? নাকি কোনও কাজেই লাগবে না সেই প্রোফাইল? কারণ পাসওয়ার্ড ব্রেক করে ঢোকা সম্ভব নয়। তাহলে উপায় কী?

ফেসবুক হল এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে মৃত্যুর পরেও সেই প্রোফাইল অ্যকটিভ রাখা সম্ভব। এবং মেমোরি হিসেবে থাকবে ওই প্রোফাইল। কীভাবে? এর জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। জানতে পারবেন এই প্রতিবেদনে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: একটি ফোন নম্বর দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়?

১. প্রথমত যদি কোনও ব্যবহারকারী তার ফেসবুক  আইডি এবং পাসওয়ার্ড প্রিয়জনকে দিয়ে যায় তাহলে সেই ব্যক্তি মৃত ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল ডিলিট করে দিতে পারে।

ফেসুক

২. দ্বিতীয়ত, যদি কোনও ব্যবহারকারী স্মৃতি হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট রেখে দিতে চান তাও সম্ভব। সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্টে নামের পাশে একটি রিমেম্বারিং িঅপশন দেখা যাবে। পুরো প্রক্রিয়াটিকে বলা হল মেমোরিয়ালাইজ (Memorialized) অ্যাকাউন্ট।


বিজ্ঞাপন


এছাড়াও আরও একটি উপায় রয়েছে। যদি কোনও ব্যবহারকারী নিজের ফেসবুক অ্যাকাউন্টের জন্য কাওকে আইনিভাবে দায়িত্ব দিয়ে যান তাহলে সেই ব্যক্তিও মৃত ব্যক্তির ফেসবুক ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ফেসবুক পোস্ট রিচ হয় না? জানুন কী করলে রিচ বাড়বে

মেমোরিয়ালাইজ অ্যাকাউন্টের বৈশিষ্ট কী?

মেমোরিয়ালাইজ অ্যাকাউন্টের বৈশিষ্ট হল পরিবারের কোনও সদস্য, বন্ধুরা বিভিন্ন মেমোরি, ছবি, ভিডিও শেয়ার করতে পারবেন।

ফেসবুকে নামের পাশে ‘Remembering’ শব্দটি যোগ হবে।
কোনও কন্টেন্ট শেয়ার করা হলে সেটা দেখা যাবে।
মেমোরাইজড অ্যাকাউন্টে কেউ লগ-ইন করতে পারবে না।

fb-legacy

কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজড করবেন?

স্টেপ ১: আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনার ছবিতে ক্লিক করুন। 

স্টেপ ২: এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করুন। এবার সেটিংসে যান। 

স্টেপ ৩: বাম পাশের অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করুন।

স্টেপ ৪: পার্সোনাল ডিটেইলস ট্যাপ করুন। এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ট্যাপ করুন।

স্টেপ ৫:  মেমোরিয়ালাইজ ট্যাপ করে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এবার নেক্সট বাটন ট্যাপ করুন।

স্টেপ ৬: এরপর একটি বক্স আসবে। সেখানে আপনার পরিবার, পরিজনদের একজনের নাম টাইপ করুন, যিনি আপনার মৃত্যুর পর লিগাসি কনট্যাক্ট হিসেবে যোগ হবেন। এবং আপনার মৃত্যুর পর অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজড করতে পারবেন। 

আরও পড়ুন: ফেসবুক থেকে আয়ের ৫ উপায়

স্টেপ ৭: ওই বক্সে যার নাম টাইপ করবেন তার অ্যাকাউন্টের নাম ও ছবি আসবে। সেখানে ট্যাপ করুন। 

স্টেপ ৮: এরপর তাকে আপনার তথ্য ডাউনলোডের পারমিশন দেবেন কিনা ঠিক করুন। 

স্টেপ ৯: আপনি যে ফেসবুক ফ্রেন্ডকে লিগাসি পাওয়ার দিয়েছেন সেই তথ্য তাকে জানানো এবং সে এই এক্সেস গ্রহণ করার জন্য তাকে নোটিফিকেশন পাঠানোর জন্য সেন্ড বাটন ট্যাপ করুন। 

স্টেপ ১০: যাকে লিগাসি পাওয়ার দিয়েছেন সে যদি মেসেজ পাওয়ার পর অ্যাকসেপ্ট করে তবে তিনিই হবে আপনার মৃত্যুর পর আইনগত উত্তরাধিকারী। তিনি চাইলে আপনার মৃত্যুর পর অ্যাকাউন্ট রিমেম্বারিং করে রাখতে পারেন কিংবা অ্যাকাউন্ট ডিলিটও করে দিতে পারবেন। তবে তাকে কী কী পাওয়ার দেবেন তা আগেই ঠিক করে দেওয়ার সুযোগ আছে।

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর