শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

স্যামসাংয়ের এই ফোনে ৬ বছরের অপারেটিং সিস্টেম আপডেট মিলবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০২:০২ এএম

শেয়ার করুন:

samsung

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ফোন আনল। যার মডে গ্যালাক্সি এ১৬। এটি একটি মধ্যম মানের ৫জি ফোন।

 এই ফোনে ৬টি অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ৬ বছরের জন্য সিকিউরিটি আপডেট। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন।


বিজ্ঞাপন


তিনটি রঙে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন কেনা যাবে। এগুলো হলো- ব্লু ব্ল্যাক, গোল্ড এবং লাইট গ্রিন।

এই ফোন একটি মিড-রেঞ্জের মডেল।

samsung

স্যামসাংয়ের নয়া এই ফোনে কেনক্স সিকিউরিটি ফিচারের সাপোর্ট থাকবে।


বিজ্ঞাপন


এই ফোনটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ পানি এবং ধুলায় সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন: ওয়ানপ্লাসের নতুন ফোনে ম্যাগসেফ চার্জিং 

একটি মিডিয়াটেক চিপসেট থাকছে। যার মডেল মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট।

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনে সুপার অ্যামোলিড স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এবং সেখানে একটি আলট্রা-ওয়াইড লেন্স থাকছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর