শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ওয়ানপ্লাস ১৩

ওয়ানপ্লাসের নতুন ফোনে ম্যাগসেফ চার্জিং 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

oneplus

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস ম্যাগসেফ চার্জিং প্রযুক্তির হ্যান্ডসেট আনছে। যার মডেল ওয়ানপ্লাস ১৩। ইতিমধ্যেই ফোনের টিজার নিয়ে এসেছে কোম্পানি। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে শক্তিশালী হার্ডওয়্যার। এই সপ্তাহে আরও কিছু আপগ্রেড সামনে আসবে। এমনটাই জানিয়েছেন ওয়ান প্লাসের এক কর্মকর্তা। 

আরও পড়ুন: ফোনে অ্যাপস ডিলিট করার পর এই কাজটি অবশ্যই করুন


বিজ্ঞাপন


চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউবোতে ওয়ানপ্লাসের কান্ট্রি চিফ লুই লি একটি পোস্ট করে ফোনের কিছু ফিচারের কথা জানিয়েছেন। সেখানেই তিনি বলেছেন, ওয়ানপ্লাস ১৩ এ ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ম্যাগনেটিক ফাংশন থাকবে। অনেকটা মেগাসেফ টেকনোলজির কিউআইথ্রি চার্জিংয়ের মতো। এতে স্মার্টফোনের পেছনে ম্যাগনেটিক কয়েল দেওয়া হবে। এর মাধ্যমেই ওয়্যারলেস চার্জিং হবে ফোনে।

one-plus

মজার বিষয় হল, ওয়ান প্লাসের আগের মডেলগুলোতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। তাই এবার সম্ভবত ব্র্যান্ড দ্বি-সংলগ্ন চার্জিং ফিচার আনতে চলেছে স্মার্টফোন কোম্পানি। যার মাধ্যমে ইউজাররা কিউআই১২ বা নিজের মতো চার্জ করতে পারবেন। তবে ওয়ান প্লাস প্রথম অ্যানড্রয়েড ফোন ব্র্যান্ড নয়, যারা এই চার্জিং ফিচার নিয়ে আসছে। আগেই ইনফিনিক্স জিরো ৪০ ৫জি এবং এইচএমডি স্মার্টফোনে এই চার্জিং ফিচারের ঘোষণা করা হয়েছে।

oh


বিজ্ঞাপন


ওয়ানপ্লাস ১৩ নিয়ে যে সব খবর সামনে আসছে তা থেকে জানা যাচ্ছে, ফ্ল্যাগশিপ ফোনে ২৪ জিবি র‍্যাম থাকতে পারে। সঙ্গে দেওয়া হতে পারে ১০০ ওয়াট ওয়্যার এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি প্যাক। এই আপগ্রেডগুলোর কারণে লঞ্চের সময় দাম বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকেই।

জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে চীনে ওয়ানপ্লাস ১৩ লঞ্চের দিন ঘোষণা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর