নতুন স্মার্টফোনে কেনার সময় বেশ কিছু প্রি-ইনস্টল করা অ্যাপস থাকে। এসব অ্যাপস খুব যে কাজে লাগে তাও না। এছাড়াও ফোন ব্যবহারকারী অনেক সময় কিছু অ্যাপস ইনস্টল করে আবার আনইনস্টল করে দেন। মনে করা হয়, ক্যাশে এবং ডেটা ক্লিয়ার করে অ্যাপ আনইস্টল করে দিলেই হয়ে গেল। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়।
আনইস্টল করে দেওয়ার পরেও এই অ্যাপগুলো মোবাইল ডেটা টানতে থাকে। এতে ইউজারের অসুবিধা দুই রকমের। তার মধ্যে প্রথমটা যদি হয় ডেটা লস, দ্বিতীয়টা প্রাইভেসি। মানে, গোপন বিষয় আর গোপনে থাকছে না।
বিজ্ঞাপন
সেই জন্যই কোনও অ্যাপ আনইনস্টল করে দিলেই ঝামেলা শেষ হয়ে যায় না। তা বরাবরের মতো ডিলিট করা দরকার। অনেকেই ভাববেন যে আনইনস্টল করার পর অ্যাপ তো হোম পেজ থেকে উধাও হয়ে গেল, এবার সেটা ডিলিট কী করে করা যাবে।
এখানে রইল সেই পদ্ধতি, দেখে নেওয়া যাক ধাপে ধাপে। তেমন চিন্তা করার কিছু নেই, পুরোটাই কয়েকটা ক্লিক পর পর শুধু করে যাওয়া। তাতেই আনইনস্টল করে দেওয়া অ্যাপ জব্দ হবে চিরতরে, তার মোবাইল ডেটা টানা একেবারে বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের এই ফিচার অনেকেরই অজানা
বিজ্ঞাপন
১. ফোনের সেটিংস থেকে গুগল অপশনে ক্লিক করতে হবে। এর পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট-এ যেতে হবে। - এবার ক্লিক করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসিতে।
২.নিচে পাওয়া যাবে থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অপশন।
৩.এখানে ফোনে এখনও যে অ্যাপগুলো রয়েছে এবং যেগুলো আনইস্টল করা হয়েছে, সবকটাই খুঁজে পাওয়া যাবে।
৪. বেছে নিতে হবে আনইনস্টল অ্যাপ অপশন।
৫.শেষ ধাপে ডিলিট অ্যাকসেস অ্যান্ড কানেকশন-এ ক্লিক করলেই নিশ্চিন্ত থাকা যাবে, বন্ধ হয়ে যাবে মোবাইল ডেটা শেয়ারিং।
এজেড