বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

টিপস

এই নিয়ম মানলে ফোনে ইন্টারনেট ডাটা কম খরচ হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

internet data

ইন্টারনেট ছাড়া স্মার্টফোন দিয়ে তেমন কিছুই করা যায় না। জরুরি এই পরিষেবার জন্য মোটা অংকের অর্থ খরচ করতে হয়। অনেকেই আক্ষেপ করেন তাদের ফোনের ডাটা দ্রুত ফুরিয়ে যায়। এই সমস্যার সমাধানে আপনাকে কয়েকটি নিয়ম মেনে ফোন চালাতে হবে। তবেই সাশ্রয় হবে ইন্টারনেট ডাটার। 
জানুন সেই নিয়ম। 

আরও পড়ুন: স্মার্টফোন হ্যাং করলে কী করবেন?


বিজ্ঞাপন


বাসা-বাড়িতে অফিস-আদালতে যদি ওয়াইফাই নেটওয়ার্ক থাকে তবে ডাটার বদলে ওয়াইফাই নেটওয়ার্ক যুক্ত হোন। এতে করে ডাটা সাশ্রয় হবে। 

অনেকেই জানেন না ফোনে ইন্টারনেট সংযুক্ত থাকলে বিভিন্ন ধরনের অ্যাপ ও সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। যার ফলে প্রচুর ডাটা খরচ হয়। তাই ডাটা চালু থাকা অবস্থায় অ্যাপ আপডেট বন্ধ রাখুন। ওয়াইফাই সংযুক্ত করে এসব অ্যাপ ও সিস্টেম আপডেট করুন। 

tips

অটোমেটিক আপডেট বন্ধ করার উপায়


বিজ্ঞাপন


১. প্রথমে ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ অপশনে ক্লিক করতে হবে। 

২. এবার সেসব অ্যাপস সিলেক্ট করতে হবে, যেগুলো ব্যবহারকারী আপডেট করতে চাইছেন না। আর আপডেট করার ক্ষেত্রে যেন ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন আসে। 

আরও পড়ুন: ফোনে ব্লক করা নম্বর থেকে কল, এসএমএস এসেছে কিনা বুঝবেন যেভাবে

৩. এরপর মোবাইল ডেটায় ক্লিক করতে হবে। আর ‘অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস অপশনটিতে ক্লিক করে, তা বন্ধ করে দিতে হবে।

এমনটা করে রাখলে সমস্যার সমাধান হবে অচিরেই। সমস্ত অ্যাপে অটো-আপডেট বন্ধ হয়ে যাবে এবং ডেটা-র খরচও কমবে। ফলে নিজের ফোনে অনায়াসে সারাক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর