শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

স্মার্টফোনে পপ-আপ মেসেজ-বিজ্ঞাপন বন্ধ করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ১১:০৫ এএম

শেয়ার করুন:

android

আপনি যদি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে দেখবেন প্রায়ই পপ-আপ মেসেজ কিংবা বিজ্ঞাপন দেখায়। এই বিরক্তিকর পপ-আপগুলো ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। কিন্তু কয়েকটি উপায় রয়েছে, যার মাধ্যমে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে সহজেই এই পপ-আপ বিজ্ঞাপন বিকল্পগুলোকে ব্লক করা যেতে পারে।

বিভিন্ন ওয়েবসাইট স্ক্রল করার সময় একটি মসৃণ অভিজ্ঞতার জন্য নিজেদের অ্যানড্রয়েড ফোনে পপ-আপ বিজ্ঞাপন ও মেসেজ এক মুহূর্তের মধ্যে বন্ধ করার উপায় জানুন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্মার্টফোন সুরক্ষিত রাখতে করণীয় কাজগুলো কি আপনি জানেন?

অ্যানড্রয়েড ফোনে পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার বিভিন্ন উপায়

অ্যানড্রয়েড ফোনে অবাঞ্ছিত পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার নানা উপায় রয়েছে। নিচে সংক্ষেপে এই উপায়গুলো জানুন-

স্টক অ্যানড্রয়েড ব্রাউজার ব্যবহার করে


বিজ্ঞাপন


স্টেপ ১: নিজেদের অ্যানড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে।

স্টেপ ২: ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করতে হবে।

স্টেপ ৩: একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘Settings’-এ ক্লিক করতে হবে।

স্টেপ ৪: এরপর ‘Advanced’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তার পর ‘Block pop-ups’ বলে একটি বিকল্প দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।

androd

ক্রোম বাউজারে পপ-আপ ব্লক করার উপায়-

স্টেপ ১: এর জন্য প্রথমেই Chrome অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। স্টেপ ২: উপরের ডান দিকের কোণে থাকা ‘Settings’-এ ক্লিক করতে হবে। স্টেপ ৩: এরপর ‘Privacy and security site settings’ বিকল্পটি নির্বাচন করতে হবে।

স্টেপ ৪: এরপর Pop-ups and redirects অপশনে ক্লিক করতে হবে। স্টেপ ৫: এরপর ‘Allowed to send pop-ups and use redirects’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলিকে ব্লক করতে হবে, তা সিলেক্ট করতে হবে। স্টেপ ৬: সাইটের ডান কোণে থাকা ‘More Block’ অপশনে ক্লিক করতে হবে।

ক্রোমে ডেটা সেভার ব্যবহার করে- 

স্টেপ ১: নিজেদের অ্যানড্রয়েড ডিভাইস থেকে Chrome ব্রাউজার চালু করতে হবে।

স্টেপ ২: এরপর স্ক্রিনের উপরের ডান দিকের কোণে থাকা থ্রি-ডট আইকনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩: ড্রপ-ডাউন মেনু থেকে, ‘Settings’-এ ক্লিক করতে হবে। স্টেপ ৪: এরপর ‘Data server’ বিকল্পে স্ক্রোল করতে হবে। পরবর্তীতে এটিতে ক্লিক করতে হবে এবং একটি স্লাইডার বিকল্প দেখা যাবে। এরপর এটি অফ থেকে অনে এনেবল করতে হবে।

app

অ্যাড ব্লকার ব্যবহার করে- 

স্টেপ ১: নিজেদের অ্যানড্রয়েড ফোন থেকে Google+ অ্যাপে ক্লিক করতে হবে এবং ওপেন করতে হবে। 

স্টেপ ২: নিজেদের গুগল তথ্য ব্যবহার করতে হবে এবং লগ-ইন করতে হবে। স্টেপ ৩: সার্চ বারে, ‘Adblock Browser for Android Beta’ দেখতে হবে।

স্টেপ ৪: এরপর অ্যানড্রয়েড বিটা গ্রুপের জন্য অ্যাডব্লক ব্রাউজারে যোগ দিতে হবে। এরপর বড় লাল ব্যানারে ক্লিক করতে হবে ‘Join the community’।

স্টেপ ৫: ড্রপ-ডাউন নির্দেশাবলী বিকল্প থেকে, ‘Beta Download’ অপশন সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে ‘Become a tester’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৬: প্লে স্টোর থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে এবং ‘Install’ অপশনে ক্লিক করতে হবে। 

স্টেপ ৭: এরপর প্রয়োজনীয় পারমিশনগুলো গ্রহণ করতে হবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য ডাউনলোড হয়ে যাবে। এরপর এটি ব্যবহার করা যেতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর