আপনি যদি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে দেখবেন প্রায়ই পপ-আপ মেসেজ কিংবা বিজ্ঞাপন দেখায়। এই বিরক্তিকর পপ-আপগুলো ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। কিন্তু কয়েকটি উপায় রয়েছে, যার মাধ্যমে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে সহজেই এই পপ-আপ বিজ্ঞাপন বিকল্পগুলোকে ব্লক করা যেতে পারে।
বিভিন্ন ওয়েবসাইট স্ক্রল করার সময় একটি মসৃণ অভিজ্ঞতার জন্য নিজেদের অ্যানড্রয়েড ফোনে পপ-আপ বিজ্ঞাপন ও মেসেজ এক মুহূর্তের মধ্যে বন্ধ করার উপায় জানুন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: স্মার্টফোন সুরক্ষিত রাখতে করণীয় কাজগুলো কি আপনি জানেন?
অ্যানড্রয়েড ফোনে পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার বিভিন্ন উপায়
অ্যানড্রয়েড ফোনে অবাঞ্ছিত পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার নানা উপায় রয়েছে। নিচে সংক্ষেপে এই উপায়গুলো জানুন-
স্টক অ্যানড্রয়েড ব্রাউজার ব্যবহার করে
বিজ্ঞাপন
স্টেপ ১: নিজেদের অ্যানড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে।
স্টেপ ২: ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: একটি ড্রপ-ডাউন অ্যাপ মেনু ভেসে উঠবে, তারপর ‘Settings’-এ ক্লিক করতে হবে।
স্টেপ ৪: এরপর ‘Advanced’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তার পর ‘Block pop-ups’ বলে একটি বিকল্প দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।

ক্রোম বাউজারে পপ-আপ ব্লক করার উপায়-
স্টেপ ১: এর জন্য প্রথমেই Chrome অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। স্টেপ ২: উপরের ডান দিকের কোণে থাকা ‘Settings’-এ ক্লিক করতে হবে। স্টেপ ৩: এরপর ‘Privacy and security site settings’ বিকল্পটি নির্বাচন করতে হবে।
স্টেপ ৪: এরপর Pop-ups and redirects অপশনে ক্লিক করতে হবে। স্টেপ ৫: এরপর ‘Allowed to send pop-ups and use redirects’ বিকল্প খুঁজে নিতে হবে এবং যে সাইটগুলিকে ব্লক করতে হবে, তা সিলেক্ট করতে হবে। স্টেপ ৬: সাইটের ডান কোণে থাকা ‘More Block’ অপশনে ক্লিক করতে হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করে-
স্টেপ ১: নিজেদের অ্যানড্রয়েড ডিভাইস থেকে Chrome ব্রাউজার চালু করতে হবে।
স্টেপ ২: এরপর স্ক্রিনের উপরের ডান দিকের কোণে থাকা থ্রি-ডট আইকনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: ড্রপ-ডাউন মেনু থেকে, ‘Settings’-এ ক্লিক করতে হবে। স্টেপ ৪: এরপর ‘Data server’ বিকল্পে স্ক্রোল করতে হবে। পরবর্তীতে এটিতে ক্লিক করতে হবে এবং একটি স্লাইডার বিকল্প দেখা যাবে। এরপর এটি অফ থেকে অনে এনেবল করতে হবে।

অ্যাড ব্লকার ব্যবহার করে-
স্টেপ ১: নিজেদের অ্যানড্রয়েড ফোন থেকে Google+ অ্যাপে ক্লিক করতে হবে এবং ওপেন করতে হবে।
স্টেপ ২: নিজেদের গুগল তথ্য ব্যবহার করতে হবে এবং লগ-ইন করতে হবে। স্টেপ ৩: সার্চ বারে, ‘Adblock Browser for Android Beta’ দেখতে হবে।
স্টেপ ৪: এরপর অ্যানড্রয়েড বিটা গ্রুপের জন্য অ্যাডব্লক ব্রাউজারে যোগ দিতে হবে। এরপর বড় লাল ব্যানারে ক্লিক করতে হবে ‘Join the community’।
স্টেপ ৫: ড্রপ-ডাউন নির্দেশাবলী বিকল্প থেকে, ‘Beta Download’ অপশন সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে ‘Become a tester’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৬: প্লে স্টোর থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে এবং ‘Install’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৭: এরপর প্রয়োজনীয় পারমিশনগুলো গ্রহণ করতে হবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য ডাউনলোড হয়ে যাবে। এরপর এটি ব্যবহার করা যেতে পারে।
এজেড

