স্মার্টফোন কিংবা ফিচার ফোন। যোগাযোগের অন্যতম মাধ্যম। এই ডিভাইসটি ছাড়া এখনকার যুগে যেনো বেঁচে থাকা কষ্টকর। পৃথিবীর সব দেশে ফোন ব্যবহারকারীর সংখ্যা সমান নয়। কোনো কোনো ফোন ব্যবহারের হার বেশি। কোনো দেশে কম। সম্প্রতি কোন দেশের মানুষ মোবাইলের বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায় সেই নিয়ে সমীক্ষা চালিয়েছিল ইওয়াই এবং এফ আইসিসিআই।
আরও পড়ুন: স্মার্টফোন সুরক্ষিত রাখতে করণীয় কাজগুলো কি আপনি জানেন?
বিজ্ঞাপন

প্রতিষ্ঠান দুইটি যৌথ প্রতিবেদনে জানা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ফোন ব্যবহার করেন ইন্দোনেশিয়ার মানুষ। তারা সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘণ্টা সময় কাটান।

দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পেছনে সারাদিনে গড়ে ব্যয় করেন ৫.৬ ঘণ্টা। তৃতীয় স্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। এখানকার মানুষ সারাদিনে ৫.৩ ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে।
বিজ্ঞাপন
সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পেছনে সারাদিনে ব্যয় করেন ৫.৩ ঘণ্টা সময়। তারা রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশের মানুষ দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ঘেঁটেই কাটিয়ে দেন। তালিকার ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ভারত। সমীক্ষা অনুযায়ী, দিনের ৪.৮ ঘণ্টা মোবাইলে কাটান ভারতীয় নাগরিকরা।
এজেড
