শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গ্রুপ চ্যাটে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের এই সুবিধা এবার মেসেঞ্জারেও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

messenger

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মতো এবার দারুণ ফিচার এল মেসেঞ্জারে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে একধাপ এগোল মেটা। এবার মেসেঞ্জারে ৫০০০ জন ইউজার জয়েন হতে পারবেন। ফেসবুকে যাদের অনেক বড় গ্রুপ রয়েছে, তাদের একসঙ্গে কানেক্ট করার জন্য এই ফিচার এনেছে মেটা। ২০২২ সালে গ্রুপ চ্যাটের জন্য এমনই একটি ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব?


বিজ্ঞাপন


সম্প্রতি অ্যাপে নতুন গ্রুপ চ্যাট ফিচার রোল আউট করেছে সংস্থা। ধীরে ধীরে সব মেসেঞ্জার ইউজারদের কাছে পৌঁছে যাবে এই ফিচার। কীভাবে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ চ্যাট করবেন জেনে নিন।

mesn

মেসেঞ্জারে যে ফিচারটি আনা হয়েছে তার নাম কমিউনিটিস ফিচার। ইতিমধ্যে বিশ্বব্যাপী সেই ফিচার রোল আউট হওয়া শুরু হয়ে গিয়েছে। যেকোনো ইউজার এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই কমিউনিটি পরিচালনা করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে, যারা মেসেঞ্জার ব্যবহার করেন। সবাই এই কমিউনিটিতে যোগ দিতে পারবেন। এটি ফেসবুক গ্রুপের থেকে বেশ আলাদা বলে জানানো হয়েছে। ফেসবুক গ্রুপে যে সুবিধা থাকে তা এখানে থাকবে না। মেসেঞ্জার কমিউনিটির সমস্ত মেসেজ সদস্যরা দেখতে পাবেন।


বিজ্ঞাপন


mesenger

মেটার দাবি অনুযায়ী, ৫০০০ জন ইউজার জয়েন হতে পারবে একটি মেসেঞ্জার কমিউনিটিতে। ইউজাররা ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ডদেরও রিকোয়েস্ট করতে পারবেন। ২০২২ সালে প্রথম হোয়াটসঅ্যাপে লঞ্চ হয় এই কমিউনিটি ফিচার। 

জেনে নিন একজন অ্যাডমিন কীভাবে মেসেঞ্জার কমিউনিটি চালাতে পারবেন-

নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন।
কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবেন।
কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন।
কমিউনিটিতে কোনও চ্যাট ডিলিট করতে পারবেন।
কমিউনিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।
কোনও কন্টেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা থাকবে।
কমিউনিটি চ্যাট থেকে কোনও কনটেন্ট মুছে ফেলতে পারবেন।

messenger

এই ফিচারের ফলে অনেকেই লাভবান হতে পারেন। যাদের ফেসবুকে যোগাযোগ রাখার জন্য গ্রুপ বানাতে হয়। তারা এবার মেসেঞ্জারে ৫০০০ জন ইউজার পর্যন্ত একটি কমিউনিটি তৈরি করতে পারবে। সেখানে নিয়মটি আপডেট করা যাবে, ছবি-ভিডিও, অডিও আপলোড করা যাবে।

প্রসঙ্গত, সম্প্রতি মেটা এআই চ্যাটবট নামে আরও একটি ফিচার লঞ্চ হয়েছে। এটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনি চ্যাটজিপিটির মতো নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে চালু করা হয়েছে এই এআই চ্যাটবট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর