শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ওয়ানপ্লাস দিচ্ছে মাত্র ১৪ হাজার টাকায় স্মার্টফোন

বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। আর এই উপলক্ষে মাত্র ১৪ হাজার ৪৯৯ টাকায় স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়েছে।

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামি এই ফোনের মডেল এন২০ এসই। বাংলাদেশের বাজারে ফোনটি নতুন হলেও বিশ্ববাজারে এই মডেলটি সর্বপ্রথম আসে ২০২২ সালের শেষের দিকে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ১৬ হাজার টাকায় বাংলাদেশে তৈরি স্মার্টফোন আনল ওয়ানপ্লাস

এতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। 

one_plus

সাশ্রয়ী দামের ফোন হলেও এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪ জিবি র‌্যামের এই ফোনে ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে। 


বিজ্ঞাপন


আন্তর্জাতিক বাজারে সর্বপ্রথম এই ফোন যখন আসে তখন এতে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ছিল।   

আরও পড়ুন: মোবাইল ডিস‌প্লের গ্রিন লাইন সমস‌্যা ফ্রি রি‌পেয়ার করে দে‌বে ওয়ানপ্লাস

ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে ওয়ানপ্লাস। হ্যান্ডসেটটির নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বিশেষ বিশেষ ফিচার হিসেবে রয়েছে, ইউএসবি টাইপ সি কানেক্টিভিটি, জিপিএস, ওটিজি, ব্লুটুথ এবং ওয়াইফাইসহ নানা সুবিধা। 

২২ মে থে‌কে ফোন‌টি বাংলা‌দে‌শে‌র বাজা‌রে পাওয়া যাবে।

N2

এই ফোন ছাড়াও সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আরেকটি এন্ট্রি লেভেলের ফোন বিক্রির ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। যার মডেল নর্ড এন৩০ এসই। 

আরও পড়ুন: ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্ট‌ফোন এনে দেশে যাত্রা করল ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস নর্ড এন ৩০ ফো‌নে মিল‌বে ৪ জি‌বি র‌্যাম ও ১২৮ জি‌বি রম। এতে র‌য়ে‌ছে মি‌ডিয়া‌টেক ডায়‌মেন‌সি‌টি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব‌্যাটা‌রি এবং ৩৩ ওয়া‌টের সুপার‌ভুক ফ্ল‌্যাশ চা‌র্জিং প্রযু‌ক্তি। এই ফোনের দাম ১৬ হাজার টাকা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর