মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মেড ইন বাংলাদেশ’ স্মার্ট‌ফোন এনে দেশে যাত্রা করল ওয়ানপ্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

‘মেড ইন বাংলাদেশ’ স্মার্ট‌ফোন এনে দেশে যাত্রা করল ওয়ানপ্লাস
ছবি: ঢাকা মেইল।

বাংলাদেশে যাত্রা শুরু করল চীনের স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস। এখন থেকে দেশেই এই ব্র্যান্ডের অফিসিয়াল ফোন পাওয়া যাবে, মিললে বিক্রয়োত্তর সেবাও। ওয়ানপ্লাস ভক্তরা এতদিন জনপ্রিয় এই ব্র্যান্ডের ফোন অননুমোদিত চ্যানেল থেকে কিনতেন। ফলে বিক্রয়োত্তর সেবা থেকে বঞ্চিত হতেন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ানপ্লাসের বাংলাদেশে যাত্রার ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে জানা‌নো হয়, বাংলাদেশে ওয়ানপ্লা‌সের যাত্রা শুরু হয়েছে নর্ড এন৩০ মডেলটির হাত ধ‌রে। এই মডেলটি বাংলাদেশে তৈরি, যার দাম মাত্র ১৬ হাজার টাকা।

oneplus1
ছবি: ঢাকা মেইল।

এই ফোনে মিলবে ৪ জি‌বি র‍্যাম ও ১২৮ জি‌বি রম। এতে রয়েছে মি‌ডিয়া‌টেক ডায়‌মেন‌সি‌টি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপার‌ভুক ফ্ল্যাশ চা‌র্জিং প্রযুক্তি।

আগামী ২২ মে (বুধবার) থেকে ফোন‌টি বাংলাদেশের বাজা‌রে পাওয়া যাবে।

ওয়ানপ্লা‌স বাংলাদেশের সিইও মেস্ক ওয়াং বলেন, স্থানীয়ভাবে ওয়ানপ্লা‌স ফোন তৈরির মাধ্যমে আমরা এক‌টি প্রডাক্ট ইকো সিস্টেম তৈরি করব। যার ফলে বাংলাদেশের ক্রেতারা কম দামে ওয়ানপ্লাস স্মার্ট‌ফোন কিনতে পারবেন।

oneplus2
ছবি: ঢাকা মেইল।

পুরনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড স্লোগান ‘নেভার সেটেল’কে মূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে ওয়ানপ্লাস।

অনুষ্ঠানে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের ফোন, স্মার্টফোন মডিউল এবং আইওটি ডিভাইস প্রদর্শন করা  করা হয়।

ওয়ানপ্লাস মূলত চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান, যাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। শুরুতে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনের ফিচার কম দামের ফোনে পাওয়া যেত। বাজারে আসে ওয়ানপ্লাসের একের পর এক স্মার্টফোন। ধীরে ধীরে ব্র্যান্ডটি তরুণদের মনে জায়গা করে নেয়।

এজেড/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর