বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাথিং ফোন ২এ আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরায় 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

শেয়ার করুন:

nothing phone 2a

দুনিয়ার প্রথম স্বচ্ছ ফোন নাথিং। প্রথম, দ্বিতীয় মডেলের পর আসছে তৃতীয় ফোন। যা নাথিং ফোন ২এ নামে বাজারে আসবে শিগগিরই। ইতিমধ্যে জানা গেছে এই ফোনের ফিচার।

নাথিং ফোন টু এ বাজারে আসবে একটি ডুয়াল ক্যামেরা সিস্টেম এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কম দামে ভালো ফোন আনল মটোরোলা

নাথিং কোম্পানি জানিয়েছে, তাদের ২এ মডেল একটি কঠিন দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের উপর ফোকাস করে, আসল ফোন ২-এর শক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়। তবে, এর ফিচার্সগুলো এবং পূর্ববর্তী মডেলের তুলনায় উন্নতিগুলি সম্পর্কে নির্দিষ্ট বিবরণ এখনও আড়ালে রয়েছে।

২এ মডেল সম্ভবত প্রিমিয়াম ফোন ২ -এর তুলনায় আরও বেশি বাজেট বান্ধব হবে।

nothing-phone-2a


বিজ্ঞাপন


নাথিং ফোন ২এ -এর ডিজাইন সম্পর্কিত প্রাথমিক ফাঁস থেকে বোঝা যায় যে এটি কম এলইডি লাইট এবং একটি সংশোধিত ক্যামেরা লেআউটসহ নাথিং ফোনের স্বতন্ত্র স্টাইল বজায় রাখবে। 

ফাঁস হওয়া চিত্রগুলো দেখে অনুমান করা যাচ্ছে এতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক পপেছনের ক্যামেরাসহ একটি ডুয়াল ক্যামেরা সিস্টেমসহ বাজারে আসবে। একে কেন্দ্রে থাকবে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

এই ফোনের ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চির। যাতে ১২০ হার্জের ওলিড স্ক্রিন থাকছে। যা একটি উন্নত দেখার অভিজ্ঞতার জন্য মসৃণ ভিজ্যুয়াল অফার করবে। ফোন ২এ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট থাকছে। 

৮ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ থাকবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর