সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা। মডেল মেটা জি০৪। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে দুর্দান্ত ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় এআই ফিচার পাবেন।
ফোনটিতে ৬.৬ ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। যা দারুন রেজুলেশন দেবে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও, জানুন কীভাবে
জি সিরিজের এই ফোন ৪ ও ৮ জিবি ভার্সনে পাওয়া যাবে। স্টোরেজ যথাক্রমে ৬৪ ও ১২৮ জিবি।

মাল্টিটাস্কিং করার সময় ফোনে যাতে সমস্যা না হয় তার জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক টি৬০৬ প্রসেসর। গেমিংয়েও দারুণ বিকল্প এই স্মার্টফোন।
বিজ্ঞাপন
তবে হাই-এন্ড গ্রাফিক্স যুক্ত গেমিং করতে গেলে সমস্যায় পড়তে পারেন। স্মার্টফোনে ক্যামেরা মিলবে ব্যাক প্যানেলে ১৬ মেগাপিক্সেল। এই ক্যামেরায় এআই সাপোর্ট পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
স্মার্টফোনে আরও একটি ভালো বৈশিষ্ট্য হল, এতে পাওয়া যাবে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৪। মটোরোলা জানিয়েছে, স্মার্টফোনে ১৫ জিবি পর্যন্ত ব়্যাম বুস্ট করা যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজও বাড়াতে পারবেন।
একবার চার্জেই যাতে অনেকক্ষণ ব্যবহার করা যায় তার জন্য এতে মিলবে ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি সঙ্গে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং।

অন্যান্য স্মার্টফোনের মতো এতেও পাবেন ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। যা ফোনে অডিও শোনার অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে। কানেক্টিভিটির ক্ষেত্রে মিলবে ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৮০২।
স্মার্টফোন আনলক করার জন্য মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সবমিলিয়ে বাজেট সেগমেন্ট কমপ্লিট প্যাকেজ দিতে পারে এই হ্যান্ডসেট।
এজেড

