কম্পিউটার চালানোর জন্য যেমন নানা ধরনের সফটওয়্যার লাগে, তেমনি ফোন চালাতেও লাগে অ্যাপস। অনেক সময় আমরা যাচাই-বাছাই না করেই ফোনে দেদারসে অ্যাপস ডাউনলোড করি। ফলে আমাদের অজান্তেই ফোনে ঢুকে পড়ে ক্ষতিকর কিছু অ্যাপস। যা ফোন ও ব্যবহারকারীর জন্য হুমকি।
বিজ্ঞাপন
গুগলে সম্প্রতি ম্যালওয়্যার ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট-জুড়ে ফাঁদ পেতে রয়েছে সাইবার অপরাধীরা। এদিন বেশ কয়েকটি অ্যাপ ফোন থেকে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। চোখ বুলিয়ে নিন অ্যাপসগুলো আপনার ফোনে নেই তো। থাকলে এখন ডিলিট করুন।

অ্যাপসগুলো কী কী জেনে নিন -
Privee Talk
Let’s Chat
Quick Chat
Chit Chat
Rafaqat
MeetMe
বিজ্ঞাপন
এই ছয়টি অ্যাপসেরর মধ্যে কোনও অ্যাপই যদি আপনার ফোনে থাকে তাহলে এখনই ডিলিট করে দিন। তবে এর সঙ্গে গুগল প্লে-স্টোরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যাতে প্রথমবারেই অ্যাপগুলোকে আটকে দেওয়া যায় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে গুগল।

কীভাবে ম্যালওয়্যার ভাইরাস থেকে বাঁচবেন?
এই অ্যাপসগুলো দিয়ে মূলত, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ফোন কল ইত্যাদি চুরি করত সাইবার অপরাধীরা। কিন্তু, এই ধরনের অ্যাপ থেকে দুরে থাকবেন কীভাবে? সাইবার বিশেষজ্ঞদের মতে, যেকোনো অ্যাপ ডাউনলোড করার সময় তার সোর্স যাচাই করা উচিত।

অ্যাপ ডাউনলোড করার আগে তার রিভিউ পড়ুন, সেটি ডাউনলোড করার পর অপ্রয়োজনীয় পারমিশন দেওয়া উচিত নয়। যদি দিয়ে থাকেন তাহলে তা আজই অফ করুন। পাশাপাশি এমন অ্যাপ এড়িয়েই চলা উচিত। স্মার্টফোনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা এপিকে ফাইল ডাউনলোড এড়িয়ে চলুন।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের যদি মনে হয় তাড়া কোনও সময় এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করেছেন তারা কেন্দ্রের ফ্রি বট রিমুভাল কাজে লাগাতে পারেন। পাশাপাশি ফোনে ভাইরাস রয়েছে কিনা তা যাচাই করার জন্য প্লে-স্টোরে গিয়ে সব অ্যাপ স্ক্যান করতে পারেন।
এজেড

