শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হ্যান্ডসেট

২০২৪ সালে বাজার মাতাবে শাওমির এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

redmi phone

নতুন বছরে নতুন ফোন নিয়ে হাজির হচ্ছে চীনের শাওমি। রেডমি সিরিজে আসছে এই নয়া ফোন। যার মডেল রেডমি নোট ১৩ ৫জি। এই ফ্ল্যাগশিপ ফোনের কিছু ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কেও ইতিমধ্যে একাধিক তথ্য জানা গিয়েছে। 

আরও পড়ুন: যেসব অ্যাপ ২০২৩ সালে বেশি ডিলিট হয়েছে


বিজ্ঞাপন


জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন২ ৫জি প্রসেসরের সাহায্যে। ডাবল সাইডেড গ্লাস বডি দেওয়া হচ্ছে এতে।

redmi-2

শাওমি রেডমির নতুন এই ফোন জানুয়ারির শুরুতেই বাজারে আসার কথা রয়েছে।  লাইন-আপে মোট দুইটি ফোন থাকছে। এগুলো হলো রেডমি নোট ১৩ম এবং রেডমি নোট ১৩ প্রো। সিরিজে রেডমি নোট ১৩ প্রো প্লাস নামের আরও একটি ফোন রয়েছে, যা চীনে লঞ্চ করা হয়েছে।

এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করে রেডমি নোট ১৩ ৫জি আন্তর্জাতিক বাজারে লঞ্চের ঘোষণা করে শাওমি। ফ্ল্যাগশিপ ফোনের কিছু ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কেও ইতিমধ্যে একাধিক তথ্য জানা গিয়েছে। 


বিজ্ঞাপন


redmi

শাওমি রেডমি নোট ১৩ ৫জি মডেলে একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হচ্ছে। যার রেজুলেশন ২৪০০x১০৮০ পিক্সেল। এই ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট দিতে পারে। এই সিরিজের প্রতিটি ফোনেই স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৫জি প্রসেসর দেওয়া হচ্ছে বলে শাওমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে।

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে রেডমি সিরিজের নতুন ফোনগুলো। অধিক স্টোরেজ এবং দুর্ধর্ষ প্রসেসরটি থাকার ফলে এই ফোন দুইটি থেকে মাল্টিটাস্কিং খুব সহজ হবে। ফোনের ক্যামেরা সেটআপও চমৎকার। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হচ্ছে ১০৮ মেগাপিক্সেল। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যা ক্লোজ-আপ শটস তুলতে পারবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর