শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যেসব অ্যাপ ২০২৩ সালে বেশি ডিলিট হয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

যেসব অ্যাপস ২০২৩ সালে বেশি ডিলিট হয়েছে

অ্যাপসকে বলা হয় স্মার্টফোনের প্রাণ। যা দিয়ে ফোনের নানা কাজ করা হয়। গুগল প্লে স্টোরে লাখ লাখ অ্যাপস রয়েছে। আইফোনের জন্য অ্যাপস রয়েছে অ্যাপস স্টোরে। এসব অ্যাপস খুব যে বেশি দরকারি এমনটাও নয়। কিছু কিছু অ্যাপস আছে যা ডাউনলোড করার পর মনে হয় এগুলোর দরকারই নেই। তখনই ডিলিট করা হয়। 

এসব অ্যাপস সবথেকে বেশি ডিলিট হয়েছে এ বছর


বিজ্ঞাপন


সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের কথা অনেকেই শুনে থাকেন। কিন্তু, কোন অ্যাপস সবথেকে বেশি ডিলিট হয়েছে তা জানেন? আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ। ফোনে যে অ্যাপসগুলো সবথেকে বেশি ব্যবহার হয় তার মধ্যে অধিকাংশ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নয়তো অন্য কোনো প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: গুগল ফটোস থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

এই অ্যাপসগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। কিন্তু, সময়ের সঙ্গে ফুরিয়ে গেছে ইচ্ছা। তাই জনে জনে ফোন থেকে মুছে ফেলা হয়েছে বিশেষ একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ।

APPP


বিজ্ঞাপন


২০২৩ সালে সবথেকে বেশি ডিলিট হওয়া অ্যাপ

চলতি বছর সবথেকে বেশি ডিলিট হয়েছে ইন্সটাগ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন যে অ্যাপে হাত পড়লেই নজরকাড়া সব ছবি, রিলসের দেখা পাওয়া যায় তা থেকেই নাকি মানুষের মন উঠে গিয়েছে। ২০২৩ সালে প্রচুর মানুষ ফোন থেকে ডিলিট করেছেন ইনস্টাগ্রাম।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক ফার্ম টিআরজি ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, মেটার থ্রেডস অ্যাপ যারা ৫ দিনে ১০০ মিলিয়ন ইউজারের মাইলস্টোন স্পর্শ করেছিল, তাদের অ্যাক্টিভ ইউজার কমেছে ৮০ শতাংশ। বহু সোশ্যাল মিডিয়া অ্যাপ জনপ্রিয় হয়ে ওঠার জন্য রীতিমতো সংগ্রাম চালিয়েছে গোটা বছর।

রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি মানুষ ডিলিট করতে চান ইনস্টাগ্রাম অ্যাপ। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ, ‘কী ভাবে ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে হয়’ সার্চ করেছেন। বিশ্বব্যাপী প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১২ হাজার ৫০০ জন সার্চ করেছেন কীভাবে ডিলিট করা যায় ইনস্টাগ্রাম। যা প্রমাণ করে দেয় ফোনে এই অ্যাপ রাখতে অনিচ্ছুক অনেকেই।

APP2

কীভাবে এই সমীক্ষা চালানো হয়?

স্ট্যাটিসটার পরিসংখ্যান অনুযায়ী, তারা নয়টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের উপর গবেষণা চালায়। এই অ্যাপসগুলো মোটামুটি সব দেশেই ব্যবহার করা যায়। কয়েকটি দেশ ছাড়া। তারপর তারা গত ১২ মাসে ‘কী ভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়’ এই সার্চ বের করে। তার উপর ভিত্তি করে এই রিপোর্ট পেশ করে কোম্পানি।

ইনস্টাগ্রামের পর তালিকায় রয়েছে - স্ন্যাপচ্যাট, টুইটার (যা বর্তমানে এক্স), টেলিগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং উইচ্যাট। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, যা ফোন মুছে ফেলতে চান অধিকাংশ স্মার্টফোন ইউজার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর