শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নকিয়ার এই ফিচার ফোনে চলবে ফেসবুক-ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

nokia feature phone

নকিয়া এমন একটি ফিচার ফোন আনল, যে ফোনে হোয়াটসঅ্যাপ ইউটিউব ও ফেসবুক চালানো যাবে। ফোনটির মডেল নকিয়া ১১০ ৪জি। এমনকি কিছু কিছু জনপ্রিয় অ্যাপসও চালানো যাবে। 

আরও পড়ুন: নকিয়া তাক লাগানো স্মার্টফোন আনল


বিজ্ঞাপন


সম্প্রতি নকিয়ার মালিকানাধীন এইচএডি গ্লোবাল জানিয়েছে, তাদের ৪জি ফিচার ফোনগুলোতে ক্লাউড অ্যাপস যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ফলে, ইউটিউব শর্টস এবং বিবিসি নিউজের মতো অ্যাপসগুলোও এবার নকিয়া ফিচার ফোনগুলো থেকে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।

নকিয়া জানিয়েছে, তাদের ক্লাউড প্ল্যাটফর্মে এমনই কিছু ফিচার্স যোগ করা হচ্ছে, যেগুলো ইতিমধ্যেই নকিয়া ১১০ ৪জি এবং নকিয়া ১০৬ ৪তে রয়েছে। গুগল আইডি ব্যবহার করেই এই অ্যাপসগুলো চালানো যাবে।

nokia-feature

এছাড়াও এই ফোনে বিভিন্ন পেমেন্ট অ্যাপওস চলবে। যা ইনবিল্ট হিসেবেই ফোনগুলোতে রয়েছে। 


বিজ্ঞাপন


নকিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ফোনগুলো ওয়েদার আপডেট থেকে শুরু করে খবর, ক্রিকেটের স্কোরের মতো একাধিক জরুরি আপডেট দিতে পারে। এখন ৪জি মোবাইল ডেটা ব্যবহার করেই এই ফোনগুলো থেকে ইউটিউব শর্টস ভিডিও এবং বিভিন্ন ধরনের গেমস খেলা যাবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর