মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নকিয়া তাক লাগানো স্মার্টফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

nokia phone

এইচএমডি গ্লোবালের মালিনাধীন নকিয়া তাক লাগানো স্মার্টফোন বাজারে আনল। মডেল নকিয়া ৭৬১০ ৫জি। এই ফোন বাজারের অন্যসব মডেলকে টেক্কা দেবে। মাল্টিটাস্কিংয়ের জন্য ডিভাইসটি আদর্শ। 

আরও পড়ুন: গ্যালাক্সি এম১৪: স্যামসাংয়ের দুর্দান্ত ৫জি স্মার্টফোন


বিজ্ঞাপন


নকিয়া ৭৬১০ ৫জি মডেলের ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেনারেশন ২ প্রসেসর। এই চিপসেট থাকার ফলে ফোনটি যেমন দুর্দান্ত পারফর্ম করবে, তেমনই আবার মাল্টিটাস্কিংয়ের কাজটিও খুব সুবিধাজনক করে তুলবে।

নকিয়ার এই ফোন পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে। ফলে, গেমারদের জন্য এই ফোন যেমন সেরা অপশন, তেমনই আবার যারা ঘনঘন ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ, সিনেমা বা ওরিজিনালস দেখেন, তাদের জন্যও এই ফোনের বিকল্প কোনও অপশন নেই।

nokia_2

দীর্ঘ সময়ের ব্যাকআপ


বিজ্ঞাপন


নকিয়ার এই ফোনে দেওয়া হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারি। এই ব্যাটারি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারবে। সেই কারণেই এই ফোনে আপনি যতই সিনেমা বা সিরিজ দেখুন না কেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশি ভাবিত হতে হবে না।

আকর্ষণীয় ক্যামেরা

ফটোগ্রাফির প্রতি যাদের উৎসাহ রয়েছে এবং ফোন থেকেই সেই কাজ করছেন যারা, তাদের জন্য সেরা হতে চলেছে নকিয়া ৭৬১০ মডেল। ফোনটিতে মূল ক্যামেরা হিসেবে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। থাকছে একটি সেকেন্ডারি সেন্সরও, যেটিকে আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হিসেবেও কাজে লাগাতে পারেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই নকিয়া হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর