শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ল্যাপটপে জীবাণুর বাসা? পরিষ্কার করার উপায় জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

ল্যাপটপে জীবাণুর বাসা? পরিষ্কার করার উপায় জানুন

মোবাইল ফোনের পর সবচেয়ে বেশি জীবাণু বাসা করে ল্যাপটপে। এই ডিভাইসের ডিসপ্লে এবং কি-বোর্ডে সবচেয়ে বেশি জীবাণু থাকে। 

আরও পড়ুন: লেনোভো নতুন ১৩‌টি ল্যাপটপ বাজারে আনল


বিজ্ঞাপন


গবেষকদের মতে, মানুষের হাতের সমস্ত জীবানু প্রতিদিন ল্যাপটপে যাচ্ছে। কিন্তু তার পরিবর্তে পরিষ্কার করেন না বহু মানুষ। আর এই থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময়ে ল্যাপটপ পরিষ্কার করা প্রয়োজন।

ল্যাপটপ জীবাণুমুক্ত করার উপায়

ল্যাপটপ পরিষ্কার করার আগে, একটি মাইক্রোফাইবার কাপড় পানিতে ভিজিয়ে নিন এবং তারপর প্রথমে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করুন।

SCREE


বিজ্ঞাপন


স্ক্রিন পরিষ্কার করার সময় খুব বেশি চাপ দেবেন না। পুরো কাজটাই খুব সাবধানে আর ধৈর্য্য ধরে করুন। আপনার কম্পিউটারে সরাসরি পানি ছেটাবেন না।

অনেকেই ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেন। ভুলেও এই ধরনের কাজ করবেন না। এতে কিবোর্ডে পারি ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে। এমনকি ল্যাপটপের ভেতরে গিয়ে আপনার ল্যাপটপের মাদারবোর্ডের ক্ষতি করতে পারে।

LAPTOP

ল্যাপটপ পরিষ্কার করতে আপনার কখনই ব্লিচ এবং অ্যামোনিয়া ব্যবহার করবেন না। আপনি যদি সাধারণ কাপড় দিয়েও প্রতিদিন ল্যাপটপ পরিষ্কার করেন, তাহলে আপনার ল্যাপটপ অনেকদিন পর্যন্ত পরিষ্কার থাকে।

শুধু ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ড পরিষ্কার করাই যথেষ্ট নয়। আপনাকে ব্রাশ ব্যবহার করে ল্যাপটপের চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট এবং অডিও পোর্টও সময় সময় পরিষ্কার করতে হবে। এতেই ল্য়াপটপ একেবারে নতুনের মতো থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর