বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

লেনোভো নতুন ১৩‌টি ল্যাপটপ বাজারে আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

লেনোভো নতুন ১৩‌টি ল্যাপটপ বাজারে আনল

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো দেশের বাজারে আনল ইনটেল ১৩তম প্রজন্মের ৫‌টি আলাদা সিরিজের ১৩‌টি ল্যাপটপ। এসব ল্যাপটপ বাংলাদেশের বাজারে বিক্রি ও বাজারজাত করবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। 

বৃহস্পতিবার ঢাকার কলাবাগানের গ্লোবাল ব্র্যান্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেনোভোর নতুন উন্মোচন করে গ্লোবাল ব্র্যান্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। 


বিজ্ঞাপন


laptop3

ল্যাপটপগুলোর মডেল- লে‌নো‌ভো আইডিয়াপ‌্যাড স্লিম ৫ আই/প্রো ৫ আই, আইডিয়াপ‌্যাড ফ্লেক্স, এলও‌কিউ গে‌মিং, লে‌জিয়ন গে‌মিং এবং ইয়োগা সিরিজ। ইয়োগা সি‌রি‌জের ম‌ডেলগু‌লো হ‌লো ইয়োগা ৬ আই, ইয়োগা প্রো ৭ আই, ইয়োগা ৯ আই।

 

 

গ্লোবাল ব্র‌্যা‌ন্ডের ‌লে‌নো‌ভো বিজ‌নেস হেড রেজাউল ক‌রিম তু‌হিন জানান, প্রতি‌নিয়ত প্রযু‌ক্তিগত প‌রিব‌র্তনের কথা মাথায় রে‌খে ভিন্ন ভিন্ন ব‌্যবহারকারী‌দের সময় উপ‌যোগী প্রয়োজন মেটা‌তে নতুন ল‌্যাপটপগু‌লো‌তে বেশ কিছু প্রযু‌ক্তিগত প‌রিবর্তন আনা হ‌য়ে‌ছে।

laptop2

অনুষ্ঠা‌নে জানানো হয়, লেনোভোর নতুন ল্যাপটপগুলোতে ইনটেলের ১৩তম প্রজন্মের প্রসেসরের পাশাপা‌শি শ‌ক্তিশালী কন‌ফিগা‌রেশন রয়েছে। এতে অত্যাধুনিক কার্টিং এজ ফিচার ব্যবহৃত হয়েছে। ডিভাইসগু‌লো‌তে প্রিমিয়াম ফিল পাওয়া যা‌বে। গেমস খেলা, গ্রা‌ফিক্স ও ভি‌ডিও সম্পাদনার জন‌্যও ল‌্যাপটপগু‌লো ব‌্যবহার করা যা‌বে। এছাড়াও দৈন‌ন্দিন কা‌জেও এগু‌লো উপ‌যোগী।

 

 

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন,গ্লোবাল ব্র‌্যান্ড প্রাইভেট লি‌মি‌টে‌ডের ম‌্যা‌নে‌জিং ডি‌রেক্টর র‌ফিকুল আনোয়ার, ডি‌রেক্টর জসীম উদ্দিন, হেড অব সেলস সমীর কুমার দাস এবং জেনা‌রেল ম‌্যা‌নেজার  কামরুজ্জামানসহ প্রতিষ্ঠান‌টির শীর্ষ পর্যা‌য়ের কর্মকর্তারা।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর