শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত সূচনা নাদালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত সূচনা নাদালের

পর্দা উঠেছে ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিলেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা রাফায়েল নাদাল। প্রতিপক্ষ হিসেবে ছিলেন ব্রিটেনের জ্যাক ড্র্যাপার। ম্যাচের শুরুতে দুইজনই উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে ম্যাচ জিতে নেন নাদাল।

এদিকে আজকের ম্যাচে কোর্টে নামার আগে প্রতিপক্ষ ড্র্যাপারকে প্রশংসায় ভাসিয়েছিলেন নাদাল। আরও বলেছিলেন, প্রথম রাউন্ডের ম্যাচটাই তার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছিল। তবে সব কিছুকে ছাপিয়ে খেলার শুরু থেকেই পরিচিত ছন্দে ছিলেন নাদাল। প্রথম সেট জিতে যান ৭-৫ ব্যবধানে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- তবে কি এটাই মেসি-রোনালদোর শেষ দেখা?

তবে সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় ড্র্যাপার। ৬-২ ব্যবধানে সেই সেটটি জিতে নেই এই ব্রিটিশ তরুণ। তবে পরের সেটেই আবারও খেলায় ফিরে আসেন নাদাল। জিতে নেন ৬-৪ ব্যবধানে। এরপর চার নম্বর সেটে প্রতিপক্ষ ড্র্যাপারকে দাঁড়াতেই দেননি ৩৭ বছর বয়সী নাদাল। ৬-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়েন এই তারকা।

এদিকে পায়ের ইনজুরিতে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছেন কার্লোস আলকারেজ। এটিপি র‍্যাঙ্কিংয়ের একে থাকা আলকারেজের অনুপস্থিতিতে আসরের শীর্ষ বাছাই এখন রাফায়েল নাদাল।


বিজ্ঞাপন


এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর