শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোর রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন ম্যাচটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

ভোর রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন ম্যাচটি

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তোলা। অপরদিকে বিশ্বকাপ শেষে প্রীতি ম্যাচেও আলো ছড়াচ্ছে দেশটি, ফলে ব্রাজিলকে হটিয়ে শীর্ষ স্থানে উঠেছে লিওনেল মেসিরা। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি উৎসবে লাতিন দেশটি। আর্জেন্টিনার মাটিতে বসেছে অনূর্ধ্ব–২০ ফুটবল বিশ্বকাপের আসর। আসন্ন এই আসরে সপ্তম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লিগপর্ব শেষে টানা তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।

আর্জেন্টাইন ভক্তদের জন্য লিওনেল মেসি-ডি মারিয়ার উত্তরসূরীদের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ (Sony LIV)। এছাড়া সরাসরি লাইভ স্কোর ফোটমোবে (fotmob) দেখতে, এখানে ক্লিক করুন-লিংক(fotmob),অন্যদিকে  ফিফা প্লাসে (fifaplus) এই ম্যাচটি দেখা যাবে সম্পূর্ণ ফ্রি’তে। দেখতে ক্লিক করুন-ফিফা প্লাস (fifaplus)


বিজ্ঞাপন


১৯৭৭ সালে চালু হওয়া ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ২৩তম আসর এটি। ২০ মে থেকে শুরু হওয়া এই আসর চলবে ১১ জুন পর্যন্ত। অথচ এই টুর্নামেন্টে খেলারই কথা ছিল না আলবেলিস্তেদের। কারণ মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা কোয়ালিফায়ার পর্বই পার হতে পারেনি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা।

আর নক আউট পর্বে (রাউন্ড অফ ১৬) আগামী ১ জুন বাংলাদেশ সময় রাত ৩টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে আলবেলিস্তেদের যুবরা।

আরও পড়ুন-মেসিকে পেতে এবার ইন্টার মায়ামির দ্বারস্থ বার্সেলোনা

আরও পড়ুন-মেসিকে টপকে ‘সেরা ফুটবলার’ এমবাপে

আরও পড়ুন-আইসিসির বণ্টন মডেলে বৈষম্য বাড়াবে, বাধার মুখে পড়বে ক্রিকেটে

এছাড়া নক আউট পর্বে উজবেকিস্তান খেলবে ইসরায়েলের সঙ্গে এবং কলম্বিয়ার বিপক্ষে নামবে স্লোভাকিয়া। অপরদিকে এই পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও ইংল্যান্ড-ম্যাচটি শুরু ৩১মে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। অন্যদিকে গাম্বিয়াকে প্রতিপক্ষ পেয়েছে উরুগুয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। আর এশিয়ার একমাত্র দেশ হিসেবে নক আউট পর্বে পা রাখা সাউথ কোরিয়ার সঙ্গে লড়বে ইকুয়েডর।


বিজ্ঞাপন


এই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল: 

ফরোয়ার্ড: ম্যাথিয়াস সোল, লুকা রোমেরো, আলেজো ভেলিজ, ইগনাসিও মাস্টার পুচ, হুয়ান গাউতো, ব্রিয়ান অ্যাগুইরে।

মিডফিল্ডার: ম্যাথিউ ট্যাংলঙ্গো, ইগনাসিও মিরামন, ফেদারিকো রেডনডো, ম্যাক্সিমো পেরন, জিনো ইনফান্তিনো, ভ্যালেন্তিন কারবনি।

ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, টমাস আভিলেস, লাউতারো ডি লল্লো, ভ্যালেন্তিন গোমেজ, রোমান ভেইগা, ভ্যালেন্তিন বোট। 

গোলরক্ষক: ফেদেরিকো গোমেস, নিকলাস ক্লা, লুকাস লাভাগনিনো। 

এসটি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর