লিগ টেবিলের তলানির দল অঁজের বিপক্ষে গতরাতের খেলায় মেসি–এমবাপের যুগলবন্দীতে দারুণ জয় পেয়েছে পিএসজি। এই জয়ে রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপার আরও কাছে পৌঁছে গেল ফরাসি চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানের ম্যাচটিতে ২-১ গোলে জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে দুইটি গোলই করেছেন কিলিয়ান এমবাপে। আর ম্যাচের শেষ দিকে অঁজের হয়ে ব্যবধান কমান সাদা চুক।
বিজ্ঞাপন
আরও পড়ুন- সেমিফাইনাল পেছানোর অনুরোধ রিয়ালের, পাত্তা দেয়নি উয়েফা

এদিকে অঁজের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। যার সুবাদে দ্রুতই গোলের দেখা পেয়ে যায় দলটি। খেলার ৯ মিনিটের মাথায় সফরকারীদের এগিয়ে দেন এমবাপে। মেসির বাড়ানো বল হুয়ান বের্নাত প্রথম ছোঁয়ায় ছয় গজ বক্সের মুখে এমবাপেকে দেন। এরপর বাঁ পায়ের ভলি করার চেষ্টায় প্রথম দফায় পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। তবে দ্রুতই নিজেকে সামলে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর খেলার ২৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। মেসির রক্ষণচেরা থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান এই ফরাসি তারকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ঈদের পরদিন ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে পিএসজি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। উল্টো ৮৭তম মিনিটে একটি গোল পরিশোধ করে অঁজে। সবশেষ ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
এই জয়ে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে প্যারিসের দলটি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই। আর ৩১ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লাঁস।
এফএইচ

