বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেমিফাইনাল পেছানোর অনুরোধ রিয়ালের, পাত্তা দেয়নি উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

সেমিফাইনাল পেছানোর অনুরোধ রিয়ালের, পাত্তা দেয়নি উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসিকে দুই লেগেই একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের শেষ চারে পৌঁছানোর পর এটাও নিশ্চিত হয় যে, আগামী ৯ মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে তারা।

তবে পেপ গার্দিওলার দলের বিপক্ষে ৯ মে মাঠে নামার বিষয়ে কিছুটা আপত্তি ছিল রিয়ালের। যার ধারাবাহিকতায় উয়েফার কাছে ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে সেই অনুরোধকে পাত্তা দেয়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিয়ালকে ৯ মে-ই ম্যান সিটির বিপক্ষে খেলতে হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ঈদের পরদিন ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর বরাত দিয়ে জানা যায়, রিয়াল চেয়েছিল প্রথম লেগটা ৯ মে না খেলে ১০ মে খেলতে। তারা উয়েফার কাছে অনুরোধ করেছিল, দুই মিলানের প্রথম লেগের ম্যাচটা এক দিন এগিয়ে দিয়ে তাদের ম্যাচটা এক দিন পিছিয়ে দিতে। এর পেছনে অবশ্য কারণ আছে।

আরও পড়ুন- টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন রোনালদো-সাকিবরা


বিজ্ঞাপন


৬ মে ওসাসুনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলতে নামার আগে প্রস্তুতির জন্য মাত্র ৭২ ঘণ্টা সময় পাবে লস ব্লাঙ্কোসরা। যা নিজেদের জন্য যথেষ্ট বলে মনে করছে না স্প্যানিশ জায়ান্টরা। এজন্যই উয়েফাকে এক দিন পিছিয়ে ১০ মে সেমিফাইনাল খেলার অনুরোধ করেছিল রিয়াল। তবে সেই অনুরোধ রাখেনি উয়েফা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর