শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন রোনালদো-সাকিবরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০২:১২ পিএম

শেয়ার করুন:

টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন রোনালদো-সাকিবরা

বিশ্ব ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে যার রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। ১০৮ মিলিয়নের বেশি মানুষ শুধু টুইটারেই তাকে অনুসরণ করেন। এবার এই পর্তুগিজ মহাতারকাই নিজের টুইটার অ্যাকাউন্টের ‘ব্লু টিক’ হারিয়েছেন।

ঘটনাটি যে শুধু তার সঙ্গেই হয়েছে, এমনটা নয়। সেলেসাও তারকা নেইমার জুনিয়র, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, টিম ইন্ডিয়ার ক্রিকেটার বিরাট কোহলির মতো তারকাদের সঙ্গেও ঘটেছে এমন ঘটনা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- এবার ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

মূলত, টুইটার ব্যবহারকারীদের পূর্বে ব্লু টিকের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হতো না। তবে ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারে বেশ কয়েকটি পরিবর্তন আসে। এরপর নতুন সিদ্ধান্তে জানানো হয়, যারা নামের পাশে ব্লু টিক রাখতে চান, তাদের অর্থ পরিশোধ করতে হবে। যা সাম্প্রতিক সময়ে টুইটার কার্যকর করেছে। যার ধারাবাহিকতায় রোনালদো-সাকিবরা টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন।

এদিকে, ব্লু টিক হারানোর তালিকায় আরও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থেকে শুরু করে বড় বড় তারকাদের নাম। এই প্রসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, যারা আগেভাগেই টাকা দিয়ে রেখেছিলেন, টুইটারে শুধুমাত্র তাদের নামের পাশেই ব্লু টিক চিহ্ন রয়ে গেছে।

আরও পড়ুন- টানা পাঁচ ম্যাচে হারের পর দিল্লির প্রথম জয়, যা বললেন সৌরভ

উল্লেখ্য, টুইটারে ব্লু টিকের জন্য বাংলাদেশি মুদ্রায় মাসে প্রায় সাড়ে আটশত টাকা খরচ করতে হবে। তবে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর পরিমাণ আরও বেশি। সেক্ষেত্রে টুইটারকে দিতে হবে এক লাখেরও বেশি টাকা!

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর