কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ তে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এদিকে সে একই পথে হাটলেন ব্রাজিল নারী ফুটবল দলও। প্রথমবারের মতো আয়োজিত নারী ‘ফিনালিসিমায়’ ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভঙেছে সেলেসাও নারীদের। এদিন ঘরের মাঠে ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে থ্রি লায়নেসরা।
এদিন ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে গোল করে প্রথম লিড নেয় ইংল্যান্ড। গোল করেন টনি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাবার পর। দ্বিতীয়ার্ধেও যখন ম্যাচে যখন গোলের দেখা পাচ্ছিলো না ব্রাজিল তখন মনে হচ্ছিলো ইংলিশদের কাছে শিরোপা উঠতে যাচ্ছে। তবে ম্যাচের যোগ করা সময়ে (৯৩ মিনিটে) ওই গোল শোধ করেন আন্দ্রেসা আলভেস।
বিজ্ঞাপন
আরও পড়ুন-বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুশফিক
তখন ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের কেউ গোলের দেখা না পেলে। শিরোপার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে প্রথম ‘ফিনালিসিমায়’ শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড।
ইউরোপিয়ান অঞ্চলের সেরা দল অর্থাৎ ইউরো চ্যাম্পিয়ন এবং লাতিন আমেরিকার সেরা দল অর্থাৎ কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দুই ফেডারেশন। ওই ম্যাচকে বলা হচ্ছে ফিনালিসিমা।
বিজ্ঞাপন
আরও পড়ুন-মুশফিক নৈপুণ্যে বাংলাদেশের স্বস্তির জয়
এর আগে গত বছর ছেলেদের ইউরো জয়ী ইতালি এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ছিল মেসির আর্জেন্টিনা।