ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসের ব্যাটিং তাণ্ডবের পর সাকিবের ঘূর্ণিতে আইরিশদের ৭৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে সাকিবের ইতিহাস গড়ার দিনে টাইগারদের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত সাকিব নিজেও। তবে টাইগার অধিনায়ক হোয়াইটওয়াশের লক্ষ্য ইঙ্গিতই দিয়েছেন তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পাশাপাশি শেষ ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন আনার কথা জানান সাকিব। তিনি বলেন, ‘ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সবসময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’
বিজ্ঞাপন
তাছাড়া দল হিসেবেই নিজেদের শীর্ষে দেখতে চান সাকিব, ‘আমরা বিগত কয়েকটি ম্যাচে যে পারফরম্যান্স করেছিলাম একই ধারাবাহিকতা রাখতে চেয়েছিলাম এবং আমরা এটা পেরেছি। আমরা যদি দুর্দান্ত একটি দল হতে চাই তাহলে আমাদের সেখানে যেতে হবে এবং প্রথম বল থেকেই নিজেদের প্রকাশ করতে হবে। এটা নিয়েই আমরা আলোচনা করেছি এবং সম্মত হয়েছি এভাবেই (আক্রমণাত্মকভাবে) আমরা খেলতে যাচ্ছি।’
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় টিম সাউদিকে ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে সাকিবের উইকেট ১৩৬টি। বাংলাদেশি হিসেবে শীর্ষে থাকতে পেরে খুশি তিনি। সাকিব বলেন, ‘বাংলাদেশি হিসেবে শীর্ষে থাকতে পেরে ভালো লাগছে।’

