সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিফাকে একহাত নিলেন ক্রোয়েশিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

ফিফাকে একহাত নিলেন ক্রোয়েশিয়ার কোচ

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের বিষাদময় অভিজ্ঞতা হয়েছিল ক্রোয়েশিয়ার। তবে মরক্কোকে হটিয়ে তৃতীয় হয়েছিল মরুর বুকে আলো ছড়ানো দলটি। বিশ্বকাপে দারুণ খেললেও ফিফার কাছ থেকে প্রাপ্য সম্মানটা পায়নি ক্রোয়েশিয়া। এমন অভিযোগে ফিফার বর্ষসেরার বাছাইয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকলেন ক্রোয়েশিয়ান কোচ জ্লাতকো দালিচ।

শুধু তাই নয়। ফিফার এমন আচরনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওপর বেজায় ক্ষেপেছেন ক্রোয়েট কোচ। তিনি বলেছেন, ‘আমাদের দলের প্রতি ফিফার এমন আচরণে আমি হতাশ। জাতীয় দল হিসেবে আমরা যা অর্জন করেছি, এতে আমার দৃঢ় বিশ্বাস- বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আমরা এর চেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য।’


বিজ্ঞাপন


আরও পড়ুন- রোনালদোর ডায়েট মেনে মৃত্যুর মুখে ব্রাজিলিয়ান ফুটবলার

দালিচ আরও জানান, ‘আমরা যেমনটা পারফর্ম করেছি, এখানে যদি জার্মান, ব্রাজিলিয়ান, ইংলিশ, স্প্যানিশ অথবা ইতালিয়ান ফুটবলার ও কোচরা যদি একই ফল পেত, তবে তাদের নামই সম্ভাব্য সব পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় দেখা যেত।’

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়েও কথা বলতে ভুলেননি দালিচ। বলেছেন, ‘যে টাইম স্লটে আমাদের খেলতে হল ও রেফারিংয়ের মান বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে- আমাদের মনে হচ্ছে আমরা ফিফার থেকে পর্যাপ্ত সম্মান পাচ্ছি না।’


বিজ্ঞাপন


ফিফার বর্ষসেরার বাছাই তালিকায় থাকা ফুটবলারদের ভোট দেন ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক ও কোচরা। তাছাড়াও বাছাই করা কিছু সাংবাদিক ও সমর্থকরাও এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন। এরপরেই ফিফার নির্ধারিত প্যানেল বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করে। তবে এবারের এই ভোট প্রক্রিয়াতে অংশ নেননি ক্রোয়েশিয়ান কোচ দালিচ।

আরও পড়ুন- পিছিয়ে থেকেও এফএ কাপের শেষ আটে ম্যানইউ

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় নিশ্চিত করেছিল ক্রোয়েশিয়া। তবে সেমিফাইনালে ক্রোয়েটদের রূপকথার যাত্রা থামে আর্জেন্টিনার কাছে। এবারের ফিফার বর্ষসেরার বাছাইয়ে দলটির অধিনায়ক লুকা মদ্রিচ আছেন চতুর্থ স্থানে। এর আগে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া। তবে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। সেবার ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ পেয়েছিলেন ফিফার বর্ষসেরার পুরস্কার। তাছাড়াও ২০১৮ সালে বর্ষসেরা কোচের তালিকায় তৃতীয় হওয়া দালিচ জানিয়েছেন, ফিফা ক্রোয়েশিয়ার ফুটবলারদের এবার পাত্তাই দেয়নি।

ফিফার পক্ষ থেকে অবশ্য ক্রোয়েশিয়া কোচের এমন বিস্ফোরক অভিযোগের কোনও জবাব দেওয়া হয়নি।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর