সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভুট্টা ক্ষেতে মেসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১১:১২ এএম

শেয়ার করুন:

ভুট্টা ক্ষেতে মেসি!

ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ জয়ের স্বাদ নেয়ার। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে সেই স্বপ্নকেও ছুঁয়ে ফেলেছেন ‘এলএমটেন’। হাতে তুলেছেন অধরা সেই সোনালি ট্রফিটা।

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার স্বপ্ন জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল লা পুলগা’র। তাই মহাতারকা মেসিকে সম্মান জানাতে এবার এক ভিন্ন পন্থা বেছে নিলেন আর্জেন্টাইন কৃষক মাহিমিলিয়ানো। ১২৪ একরের ভুট্টা ক্ষেতে বীজ বুনে মেসির ছবি এঁকেছেন তিনি। যা এরমধ্যেই হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- রেকর্ডবুকে সাকিব!

মাহিমিলিয়ানো অ্যালগরিদম অনুযায়ীই রোপণ করেন বীজ। যা মহাকাশ থেকেও দেখা যায়। মেসির ছবি ভুট্টা ক্ষেতে তুলে আনা সেই কৃষক জানান, ‘মেসি হলো অপ্রতিরোধ্য। সে এখন বিশ্বচ্যাম্পিয়ন। ভুট্টা ফসলের মাধ্যমে এটি প্রকাশ করতে পেরে আমি বেশ আনন্দিত।’


বিজ্ঞাপন


এর আগে দোহারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৯ তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও, ঠিকই খেলায় ফিরে আসে ফরাসিরা। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে।

আরও পড়ুন- অভিষেক ম্যাচেই ইনজুরিতে রোনালদো

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে গড়ায় হাইভোল্টেজ ফাইনাল। সেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দারুণ সেভে ফ্রান্সকে ছিটকে দেন বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা থেকে। অন্যদিকে স্পট কিক থেকে নেওয়া প্রথম চার শটেই গোল করে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান মেসি-দিবালারা।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর