ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’ লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ জয়ের স্বাদ নেয়ার। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে সেই স্বপ্নকেও ছুঁয়ে ফেলেছেন ‘এলএমটেন’। হাতে তুলেছেন অধরা সেই সোনালি ট্রফিটা।
কাতারে বিশ্বকাপ জয়ের একমাস পূর্ণ হয়েছে লা পুলগার। স্বপ্ন জয়ের এক মাস পেরিয়ে গেলেও, এখনও বিশ্বাস হচ্ছে না তার। তাই বিশ্বকাপ জয়ের এক মাসপূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের আবেগ প্রকাশ করলেন এই ক্ষুদে জাদুকর।
বিজ্ঞাপন
মেসি সেখানে লিখেছেন, ‘মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি জানতাম, তিনি আমাকে ট্রফিটা দেবেন। তবে তা অর্জনের পর সময়টা কেমন হবে, সেটা আমি কোনও দিন কল্পনা করতে পারিনি। বিশ্ব জয়ের পর মানুষের এত উন্মাদনা আমি কখনোই কল্পনা করতে পারিনি।’
আরও পড়ুন- আর্জেন্টিনা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত বিষয়ে যা জানাল বাফুফে
মেসির ইন্সটাগ্রামের সেই ভিডিও পোস্টে দেখা যায়, ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার গোল ও ম্যাচে মার্টিনেজের সেই অসাধারণ সেভটি। তাছাড়াও ভিডিওতে টাইব্রেকারের শেষ শটের মুহূর্ত ও আলবিসেলেস্তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার মুহুর্তগুলোও দেখা যায়।
বিজ্ঞাপন
ভিডিও পোস্টের শেষে মেসি বলেন, ‘এক মাস পেরিয়ে গেছে, আমরা ... বিশ্বচ্যাম্পিয়ন!’
আরও পড়ুন- মিলান ডার্বিতে জয় পেল ইন্টার
এর আগে দোহারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৯ তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও, ঠিকই খেলায় ফিরে আসে ফরাসিরা। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে গড়ায় হাইভোল্টেজ ফাইনাল। সেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দারুণ সেভে ফ্রান্সকে ছিটকে দেন বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা থেকে। অন্যদিকে স্পট কিক থেকে নেওয়া প্রথম চার শটেই গোল করে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান মেসি-দিবালারা।
এফএইচ