রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

আর্জেন্টিনা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত বিষয়ে যা জানাল বাফুফে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত বিষয়ে যা জানাল বাফুফে

কাতার বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলেও পরোক্ষভাবে বিশ্বকাপে ঠিকই ছিল লাল-সবুজের দেশ। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস-উন্মাদনা ছড়িয়ে গিয়েছে পুরো বিশ্ব জুড়ে। আলবিসেলেস্তেদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নজর কেড়েছে তাদেরও। তাই লিওনেল মেসির আর্জেন্টিনা এ বছরের জুন মাসে আসতে যাচ্ছে বাংলাদেশে। এই বিষয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

কিন্তু আজ হতে যাওয়া এই সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করেছে বাফুফে। বুধবার দুপুর আড়াইটায় আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ঠিক কি কারণে শেষ মুহূর্তে প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন-মেসিদের এখন বাংলাদেশে আনা বিবেকহীন কাজ: ব্যারিস্টার সুমন

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গণমাধ্যমে বক্তব্য ব্যক্ত করলেও আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে বাংলাদেশে আগমন নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশের আগমন সম্পর্কে বলেন, ‘আফা (আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন) আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।’

লিওনেল মেসিরা বাংলাদেশে আসবে সেই ব্যাপারে কিছুই জানে না আর্জেন্টিনার গণমাধ্যম তা এখন স্পষ্ট। বাফুফের সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে তা বাতিল করা, এখন আবার আর্জেন্টাইন সাংবাদিকদের এ বিষয়ে কিছু জানে না বলে মন্তব্যের পর শুরু হয়েছে তুমুল সমালোচনা। প্রশ্ন উঠেছে বাফুফের পেশাদারিত্ব নিয়েও।  

আরও পড়ুন-ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি শুভমান গিলের


বিজ্ঞাপন


অন্যদিকে শেষ সময়ে কেনো বতিল করেছে সংবাদ সম্মেলন তা ঐ মুহূর্তে ব্যখ্যা না দিলেও। বিকালে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ে আসে বাফুফে সেখানে জানায়, আর্জেন্টিনা সফর নিয়ে তারা কাজ করছে।

আরও পড়ুন-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

এছাড়া কেনো সকালে সংবাদ সম্মেলন স্থগিত করা হয় সেই প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে সাংবাদিকেরা কিছু প্রশ্ন করে, তাতে হয় কি, কিছু প্রবলেম হয়ে যায়। কাজেই বাফুফের পক্ষ থেকে এখন আমরা কিছুই বলব না আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সইয়ের আগে। কিছু নিয়মকানুন আছে। সেগুলো তো মানতে হবে। চুক্তি হয়ে গেলে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা দেবে। কাজেই আমি আজ আর কিছু বলব না। আমরা আমাদের কাজ করছি।’

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর