রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসিও যাচ্ছেন সৌদিতে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:১০ এএম

শেয়ার করুন:

মেসিও যাচ্ছেন সৌদিতে?

সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়ে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে সম্ভাব্য ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার কি সেই পথেই হাঁটবেন লিওনেল মেসি? গুঞ্জন উঠেছে সিআর সেভেনের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন ‘এলএমটেন’।

সম্প্রতি ইতালির একটি দৈনিক সংবাদমাধ্যম কালসিওমার্কাতো জানিয়েছে, লা পুলগার সঙ্গে আল হিলালের আলাপ হয়েছে। সামনে চুক্তি সম্পন্ন করে আরব দেশ সৌদিতে খেলতে যাবেন তিনি। যা হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি’র বিনিময়ে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বাংলাদেশে আসছেন নেইমার!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ার পর মেসির আল হিলালে যাওয়ার বিষয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। ছবিটিতে দেখা যায়, মেসির নাম লেখা আল হিলালের নীল জার্সি একটি দোকানে রাখা হয়েছে।

তাছাড়াও ছবির ক্যাপশনে লেখা আছে, সৌদি ক্লাব আল হিলালের দোকানে শোভা পাচ্ছে মেসির ‘নাম্বার টেন’ জার্সি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, চলতি বছরের জুন পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন মেসি। এই বিষয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শীঘ্রই এক বছরের জন্য ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন লা পুলগা। এই প্রসঙ্গে পিএসজির কোচ গালতিয়েরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চুক্তি নবায়নের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় থাকে। মেসির ইচ্ছা কী? সে কি এখানে থাকতে চায়? এসবের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।’

আরও পড়ুন- জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ইংলিশ ক্রিকেটার

মেসির আল হিলালে যোগ দেওয়ার গুঞ্জনে ফুটবলপ্রেমীরা আবারও স্বপ্ন দেখছে, ‘এল ক্লাসিকো’র পর এবার মেসি-রোনালদোর লড়াই জমবে ‘আল-ক্লাসিকো’তে।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর