শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ব্রাজিলকে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে আর্জেন্টিনার উল্লাস 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলকে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে আর্জেন্টিনার উল্লাস 

দীর্ঘ ৩৬ বছর আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট অর্জন করতে আলবিসেলেস্তেরাদের দূরত্ব কেবল একটি জয়। লুসাইল আইকনিক স্টেডিয়ামে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আর তাতেই ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। ক্রোয়াটদের বিপক্ষে এমন দুর্দান্ত জয়ের পর উল্লাসে মাতোয়ারা পুরো আর্জেন্টাইন শিবির। বিশ্বকাপ থেকে নেইমার জুনিয়রদের বিদায়ঘণ্টা বাজলেও ম্যাচ শেষে লিওনেল স্ক্যালোনির দল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঠিকই স্মরণ করেছে। 

বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি ও ইউলিয়ান আলভারেজের জাদুতে ক্রোয়াটদের ৩-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেসিরা। আর্জেন্টাইনদের এমন উল্লাসের দিন আরো তীব্র মাত্রা পায় তাদের ড্রেসিংরুমে। ২০০২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের খোঁচা দিয়ে গান গেয়ে নিজেদের উদযাপন করেছে আনহেল ডি মারিয়ারা। 


বিজ্ঞাপন


>>আরও পড়ুন: মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা নিকোলাস ওটামেন্ডির ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিও দেখা যায় আলবিসেলেস্তেরাদের বিজয় উল্লাস ও ব্রাজিলকে খুঁচিয়ে গান গাওয়ার মুহূর্তটি। গানটির কিছু অংশ বাংলায় অনুবাদ করা হলঃ 

ব্রাজিলের কী হল, কুঁচকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন।

মেসি রিও রওনা হয়ে কাপ নিয়েই গেল।

আমরা আর্জেন্টাইন ব্যান্ড এবং আমরা সবসময় প্রেরণাদীপ্ত থাকব।

চোখে যে আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন, আমরা আর্জেন্টাইন। 

>>আরও পড়ুন: গোল করেই ইতিহাসের পাতায় মেসি


বিজ্ঞাপন


ব্রাজিল-আর্জেন্টিনা দুই দেশের লড়াইয়ের ইতিহাস বহু পুরনো। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় নেইমাররা। অপরদিকে সেমিফাইনালে সেই ক্রোয়াটদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তাই মেসিদের উল্লাস একটু বেশি মাত্রা পেয়েছে। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর