মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মাঠে না থেকেও আছেন ঋষভ পান্থ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০৯:০০ এএম

শেয়ার করুন:

মাঠে না থেকেও আছেন ঋষভ পান্থ!

কথা ছিল দিল্লির জার্সি গায়ে দলকে সামনে থাকে নেতৃত্ব দেওয়ার। তবে তা আর হয়ে ওঠেনি। সড়ক দুর্ঘটনায় ঋষভ পান্থের জীবনের অনেক কিছুই বদলে গিয়েছে।

গতকাল (শনিবার) চলতি আইপিএলে দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে। এদিন মাঠে না থাকলেও দিল্লি তাদের অধিনায়ককে ভুলে যায়নি। শারীরিকভাবে হাজির না থাকলেও পান্থ যাতে দলের সঙ্গেই থাকতে পারেন, সেই উদ্দেশ্যে অভিনব এক উদ্যোগ হাতে নিয়েছিল ক্যাপিটালস কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


গতরাতের ম্যাচ শুরুর কিছুক্ষণ পরে একটি ছবি পোস্ট করে দিল্লি। সেখানে দেখা যায়, ডাগআউটের ছাদের উপরে পান্থের একটি জার্সি টাঙানো রয়েছে। তাছাড়াও দলটির নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নার টস করতে গিয়েও তাকে স্মরণ করেছেন। তাই অনেকটা মাঠে না থেকেও ছিলেন পান্থ।

আরও পড়ুন- অভিনব পন্থায় রোনালদোর রেকর্ড উদযাপন!

এদিকে ম্যাচ শুরুর আগে নিজেকে দিল্লির ১৩তম সদস্য হিসেবে ঘোষণা করেন পান্থ। দিল্লির করা একটি টুইটে রিপ্লাই করে এই উইকেটরক্ষক ব্যাটার লিখেন, ‘আমি দিল্লির ১৩তম খেলোয়াড়, ইমপ্যাক্ট নিয়ম না থাকলে ১২তম খেলোয়াড় হতাম।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, শনিবার লখনউ ম্যাচের আগে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ডিরেক্টর শ্যাম শর্মা বলেছিলেন, ‘আমরা ঋষভ পান্থের আতিথেয়তার জন্য প্রস্তুত। পান্থ যাতে স্বাচ্ছন্দ্যে আইপিএলের খেলা দেখতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে। আমরা ওর সবকিছু খেয়াল রাখব। বাড়ি হতে নিয়ে আসা থেকে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। দলের ডাগআউট পর্যন্ত পান্থের জন্য বিশেষ র‌্যাম্প তৈরি করা হয়েছে।’

আরও পড়ুন- এলচেকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

তাছাড়াও দিল্লির কোচ রিকি পন্টিংও দলের খেলার দিনগুলোতে পান্থকে পাশে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘পান্থের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি এই মৌসুমেও আমরা ওকে পাশে পাব। আমাদের ঘরের ম্যাচগুলোতে পান্থ মাঠে এলে ভীষণ খুশি হব। ডাগআউট বা সাজঘরে যেখানে স্বাচ্ছন্দ্য মনে করবে, সেখানেই থাকতে পারে ও।’

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর