সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সাকিব বাহিনী। এবার ইংলিশদের হারানোর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়ার অপেক্ষায় লাল-সবুজের বাংলাদেশ।
আজ সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
বিজ্ঞাপন
এর আগে ইংল্যান্ড সিরিজে ভালো ব্যাট করেছেন লিটন দাস ও রনি তালুকদার। ফলে আজকের ম্যাচে ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। আর টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ও মোটামুটিভাবে নিশ্চিত।
আরও পড়ুন- টানা ৪ ইনিংসে শূন্য রানে আউট! লজ্জায় ডুবলেন এই পাকিস্তানি ব্যাটার
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে যাওয়া আফিফ হোসেনের জায়গায় দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আর আজকের ম্যাচে বল হাতে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। তার সঙ্গে থাকতে পারেন আরেক স্পিনার নাসুম আহমেদও।
এদিকে পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে প্রথম টি-টোয়েন্টিতে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- মেসিকে অভিনব সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
এফএইচ

