হঠাৎ করেই ২৫ কোটি টাকার গড়মিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হিসাব বিভাগ এরপরই জানতে পারে, অনলাইন প্রতারণার শিকার হয়েছে তারা। খোয়া গেছে এই বিপুল পরিমাণ অর্থ।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েসবাইট ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য প্রকাশ করে। তারা জানায়, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ২৫ কোটি টাকা খুইয়েছে আইসিসি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বাংলাদেশের কোচ হচ্ছেন হাথুরুসিংহে!
চাঞ্চল্যকর এই ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চক্র এই প্রতারণার কাজটি করেছে। আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে দেশটির কোনও সংস্থা বা ব্যক্তি কয়েকটি ধাপে ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়।
এখন পর্যন্ত এই ঘটনায় আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তদন্তের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ব্রাজিলের তারকা দানি আলভেজ গ্রেফতার
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া অথবা ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মতো বড় ও ধনী সংস্থার কাছে ২৫ কোটি টাকা নিতান্তই কম। তবে নেদারল্যান্ডস, নামিবিয়ার মতো সহযোগী সদস্যরা এই পরিমাণ অর্থ এক বছরে আইসিসির কাছ থেকে পেয়ে থাকে। তাই এত বড় প্রতিষ্ঠানের এভাবে প্রতারণার শিকার হওয়াটা বেশ উদ্বেগের।
এফএইচ