বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পায়ের চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হবে পান্থকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

পায়ের চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হবে পান্থকে

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ গত ৩০ ডিসেম্বর (শুক্রবার) গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। উত্তরাখন্ডের রুরকিতে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন এই বাঁহাতি ব্যাটার। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনার পরপরই দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয় পান্থকে।

দুর্ঘটনার কবলে পড়ে পান্থের কপালে দুইটি জায়গায় কেটে যায়, ডান হাঁটুর একটি লিগামেন্টও ছিঁড়ে যায়। তাছাড়াও ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙ্গুল ও পিঠে আঘাত পান এই ২৫ বছর বয়সী ক্রিকেটার। এবার উন্নত চিকিৎসার জন্য দেহরাদুনের হাসপাতাল থেকে মুম্বাই নিয়ে যাওয়া হবে পান্থকে। এমনটাই জানিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হতে পারে বলে জানান শর্মা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ‘কোহলি-রোহিত ভারতকে বিশ্বকাপ জেতাতে পারবে না’

শ্যাম শর্মা এই প্রসঙ্গে বলেন, ‘পান্থের মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওর লিগামেন্টের চিকিৎসার জন্য আমরা ওকে মুম্বাইতে নিতে চাচ্ছি।’

এর আগে গত ৩০ ডিসেম্বর রুরকিতে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি-দেহরাদুন হাইওয়েতে তার মার্সিডিজ গাড়িটি ডিভাইডারে সঙ্গে ধাক্কা খায়। এরপর তাতে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের জানিয়েছে, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পান্থ। এই জন্যই দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- কোভিড পজিটিভ হয়েও সিডনি টেস্ট খেলছেন রেনশ

এরপর থেকেই দেহরাদুনের হাসপাতালটিতে চিকিৎসা চলছিল পান্থের। সেখানে শুক্রবার তার কপালে অস্ত্রোপচার করানো হয়। তবে লিগামেন্টের উন্নত চিকিৎসার জন্যই এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বাইয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘পান্থের লিগামেন্টের চোটের পরিস্থিতি জানার জন্য ও পরবর্তী চিকিৎসার জন্য তাকে মুম্বাইতে নেয়া হচ্ছে। সেখানে পান্থ বিসিসিআইয়ের ক্রীড়া অর্থোপেডিক ডাক্তার দিনেশ পারদিওয়ালার তত্ত্বাবধানে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। পান্থের আর কোনও অস্ত্রোপচার করার প্রয়োজন হলে তা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডে করানো হবে।’

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর