বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোভিড পজিটিভ হয়েও সিডনি টেস্ট খেলছেন রেনশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

কোভিড পজিটিভ হয়েও সিডনি টেস্ট খেলছেন রেনশ

পাঁচ বছর পর অস্ট্রেলিয়া টেস্টে দলে ফিরেছেন ম্যাট রেনশ। তবে ফেরাটা সুখর হলো না এই ক্রিকেটারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে করোনা পজিটিভ নিয়েই মাঠে ফিরলেন এই অজি ব্যাটার।  

প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেই দুঃসংবাদ শুনলেন ম্যাট রেনশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। 


বিজ্ঞাপন


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ জাতীয় সংগীতের সময় রেনশকে আলাদা দেখে নজর কেড়েছিল। পরে জানা যায় কোভিড পজিটিভ আক্রান্ত এই ব্যাটার। তবে করোনা আক্রান্ত হলেও মাঠে নামবে এই বাঁহাতি ব্যাটার। এছাড়া ম্যাচ খেলতে কোনো বাধা নেই এই ক্রিকেটারের। 

ফক্স ক্রিকেটে দেওয়া এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ অসুস্থ বোধ করছিল। তাকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। রেনশ এরপর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে (র‍্যাট) পজেটিভ হয়েছে। সে এই ম্যাচে খেলবে।’

কারন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ হলেও খেলতে পারবেন ক্রিকেটাররা। এদিকে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রেনশ। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টেস্টই খেলছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন তিনি। ৩৩.৪৭ গড়ে করেছেন ৬৩৬ রান। ১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩ ফিফটি। 


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর