শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

অভিষেকেই বাবার রেকর্ড স্পর্শ করলেন শচিনপুত্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

অভিষেকেই বাবার রেকর্ড স্পর্শ করলেন শচিনপুত্র

অভিষেক ম্যাচেই শতরান করে বাবা শচীন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেললেন তারই ছেলে অর্জুন টেন্ডুলকার। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে শতরান করেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে অর্জুন অলরাউন্ডার হলেও ভারতীয় ক্রিকেট তাকে চেনে বোলার হিসেবেই।

২৩ বছর বয়সী অলরাউন্ডার অর্জুন রাজস্থানের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নামেন। খেলেন শতরানের এক দায়িত্বশীল ইনিংস। তার ব্যাট থেকে এসেছে ১২০ রান। ২০৭ বলের যে ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়ের মার। ১৭৭ বলে শতরান পূর্ণ করেন অর্জুন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিশ্বকাপ ব্যর্থতার পর বান্ধবীদের পার্টিতে নেইমার (ছবি ভাইরাল)

গোয়ার হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে সুয়েশ প্রভুদেশাইয়ের সঙ্গে গড়েন ২২১ রানের জুটি। এরপর কমলেশ নাগরকোটির বলে তার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শচিনপুত্র। অর্জুন যখন ব্যাটিংয়ে নামেন, তখন গোয়ার রান ছিল ৫ উইকেটে ২০১। অন্যদিকে তিন নম্বরে ব্যাট করতে নামা প্রভুদেশা খেলেন ২১২ রানের ইনিংস।

২৩ বছর বয়সী অর্জুন গোয়ার হয়ে বিজয় হাজারে ও সৈয়দ মুসতাক আলি ট্রফিতেও খেলেছেন। দুইটি প্রতিযোগিতায় তিনটি ইনিংসে ব্যাট করেছেন তিনি। প্রতি ম্যাচেই ছিলেন অপরাজিত। যেখানে বল হাতে আটটি উইকেট নিয়েছেন শচিন-পুত্র। সেরা বোলিং বিহারের বিপক্ষে ৩২ রানে ২ উইকেট।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর