বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা কঠিন: সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আরো একবার হতাশার মুখোমুখি হয়েছে ভারত। শেষ দিনে হাতে ছিল ৭ উইকেট আর লক্ষ্য ছিলো ২৮০ রানের। এতে টানা দ্বিতীয় বারের মতো এই আসরের ফাইনালে উঠা রোহিত-কোহলিদের সামনে ছিল ১০ বছর ধরে চলা শিরোপা ক্ষরার আক্ষেপ মোচনের হাতছানি। তবে সে লক্ষ্য পৌছাতে পারেননি রোহিত শর্মার দল। পঞ্চম দিনে প্রথম সেশনেই আত্মসমর্পণ কোহলিদের, ২৩৪ রানে অলআউট হয়ে যান তারা। এতেই ২০৯ রানের বিশাল জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। ফাইনালে এমন হারের পর নানা মুখী সমালোচনার শিকার হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মধ্যে এক মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

মহেন্দ্র সিং ধোনির অধীনে সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল ভারত। এরপর এক দশক পেরিয়ে গেলেও জেতা হয়নি কোনো আইসিসি ট্রফি। এ সময়ের মধ্যে চারটি ফাইনাল এবং চারটি সেমি ফাইনাল খেললেও সবকটিতেই হেরেছে তারা। আর এসব ম্যাচেই খেলেছেন বর্তমান অধিনায়ক রোহিত এবং ভিরাট কোহলি। টেস্ট চ্যাম্পিনশিপে টানা দুই মৌসুমে হার এ ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে। হারের পর রোহিতের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠেছে। উল্লেখ্য সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকার সময়ই কোহলিকে সরিয়ে রোহিতের হাতে দেয়া হয় নেতৃত্ব।


বিজ্ঞাপন


আসছে বিশ্বকাপে রোহিতই অধিনায়ক হিসেবে ভারতকে শিরোপা জয়ের বন্দরে পৌছে দেবে বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে সময় (কোহলির পর) রোহিতই নেতা হওয়ার সেরা বিকল্প ছিল। ও পাঁচটা আইপিএল জিতেছে। এশিয়া কাপের মত টুর্নামেন্টে  জিতে ও প্রমাণ করেছে নিজেকে। হেরে গেলেও এবার কিন্তু নেতৃত্ব দিয়ে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছে। আমরা বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছি।’ কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর কাউকে না কাউকে দায়িত্ব দিতেই হতো। আর সে সময় রোহিতই সেরা পছন্দ ছিল বলেও মনে করেন তিনি।

রোহিতের উপর তার পূর্ণ আস্থা আছে জানিয়ে সৌরভ বলেন, ‘ও পাচটা আইপিএল জিতেছে। আইপিএল জেতা বিশ্বকাপের জয়ের থেকেও বেশি কঠিন। বিশ্বকাপে ৪-৫ ম্যাচে জয়ের পর সেমিফাইনাল এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা যায়। কিন্তু আইপিএলের সময় আপনাকে ১৪ টি ম্যাচ খেলতে হবে তারপরে প্লে-অফে ভালো পারফরম্যান্স করতে হবে। তবেই আপনি ট্রফি জিততে পারবেন।’  

সাক্ষাৎকারে সৌরভ প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কোহলির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে প্রশ্ন করলে সৌরভ বলেন, ‘কোহলি কেন এমন করল, এখনও জানি না। হয়ত ও বলতে পারবে’


বিজ্ঞাপন


আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর