বিপিএলের নবম আসরে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট, রংপুর, কুমিল্লা ও বরিশাল। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আছেন দারুণ ছন্দে। এবার মাঠের বাইরে ইসলামিক গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) মিরাজ তার অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাকে দেখা যায় গাড়ি চালানো অবস্থায় ‘আল্লাহ আমার রব, এই রবই আমার সব’ ইসলামিক গানটি গাইছেন। মিরাজের সঙ্গে থাকা একজন সেই ভিডিওটি ধারন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন- নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভাইরাল হওয়া সেই ভিডিও’র ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা নিজের জন্য একটি আশীর্বাদ। আমরা কখনই আল্লাহর অসংখ্য অনুগ্রহের জন্য আমাদের স্রষ্টা আল্লাহকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন।’
বিজ্ঞাপন
চলমান বিপিএলে এখন পর্যন্ত বরিশালের হয়ে ১৩৯ রান করেছেন মিরাজ। পাশাপাশি নিয়েছেন পাঁচটি মূল্যবান উইকেট।
এফএইচ

