সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলের মুকুটে যুক্ত হলো নতুন আরেকটি পালক। ঘরের মাঠে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্বাগতিকরা। এই জয়ে বয়সভিত্তিক সাফে চতুর্থ শিরোপা নিজেদের ঘরে তুলল বাংলাদেশের মেয়েরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলার বাঘিনীরা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন।


বিজ্ঞাপন


এদিকে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। উল্টো ম্যাচের ২৩তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পায় নেপাল। তবে স্বাগতিক গোলরক্ষক রূপনা চাকমার নৈপুণ্যে সেই যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।

আরও পড়ুন- বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল আয়ারল্যান্ড

এরপর খেলার ৩১তম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় বাংলাদেশ। তবে ম্যাচের ৪১তম মিনিটে নেপালের ডিফেন্ডারদের ভুলে লিড পায় স্বাগতিকরা। ফরোয়ার্ড রিপার দারুণ গোলে প্রথমবারের মতো দলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন তিনি।


বিজ্ঞাপন


বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অধিনায়ক শামসুন্নাহারের চোখ ধাঁধানো ফিনিশিংয়ে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর আর কেউ গোল করতে না পারায় ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন- বর্ষসেরা গোলরক্ষকের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা

বিরতির পর খেলায় ফিরতে মরিয়া নেপাল বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৮৭তম মিনিটে উন্নতি খাতুনের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে কমলাপুর স্টেডিয়ামে সবশেষ ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এবার চার বছর পর একই মাঠে শিরোপার উৎসব বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারীদের।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর