সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্র থেকে আনা ঘাসে তৈরি হয়েছে কাতারের স্টেডিয়াম!

ফুয়াদ হাসান
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র থেকে আনা ঘাসে তৈরি হয়েছে কাতারের স্টেডিয়াম!

ফিফা বিশ্বকাপ-২০২২ এর পর্দা উঠতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। চার বছর পরপর আয়োজিত বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই প্রতিযোগিতাকে সফলভাবে মাঠে গড়াতে প্রস্তুত আয়োজক দেশ কাতার। প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজনকে ঘিরে অবকাঠামোর উন্নয়নে তাই কমতি রাখেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

তেল সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী এই দেশটি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করে দেয়। এখন শুধু অপেক্ষা বিশ্বের সামনে নিজেদের পরিশ্রমকে সফল প্রমাণ করার।


বিজ্ঞাপন


আগামী ২০ নভেম্বর আল বায়াত স্টেডিয়ামে ইকুয়েডর বনাম স্বাগতিক কাতারের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আরব বিশ্বকাপের। আল বায়াতসহ এবারের বিশ্বকাপে মোট আটটি স্টেডিয়ামে লড়বে বিশ্বকাপে অংশ নেয়া ৩২ টি দল। স্টেডিয়ামগুলোর বেশির ভাগই বিশ্বকাপকে সামনে রেখে নতুনভাবে নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে।

বিশ্বকাপের জন্য প্রস্তুত আট স্টেডিয়ামে চমক রেখেছে কাতার। যেখানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে চেষ্টার কার্পণ্য করেনি মধ্য প্রাচ্যের এই দেশটি। এমনকি স্টেডিয়াম তৈরিতে বিশেষ ধরনের ঘাসের বীজ আমদানির কথাও জানিয়েছে আয়োজকরা।

আরও পড়ুন- নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুত কাতার

আসন্ন বিশ্বকাপের মাঠ প্রস্তুতে কাতার কয়েক’শো টন ঘাসের বীজ এনেছে যুক্তরাষ্ট্র থেকে। আবহাওয়া নিয়ন্ত্রক বিশেষ বিমানে করে আনানো হয় এই বীজ। দোহারের আটটি স্টেডিয়ামকে নতুন করে তৈরিতে লেগেছে এসব ঘাস। পাশাপাশি অংশ নেয়া দলগুলোর জন্য নির্মিত অনুশীলনের স্টেডিয়ামগুলিও ওই বিশেষ ধরনের ঘাস দিয়ে সাজিয়েছে আয়োজক দেশ কাতার।


বিজ্ঞাপন


গরমকালে কাতারে স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেক বেশি থাকে। যার জন্য সেখানকার ঘাস শুকিয়ে যায় দ্রুত। তাই গরমে স্টেডিয়ামের মাঠ ঠিক রাখতে গ্যালনে গ্যালনে পানি ব্যবহার করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। প্রতিদিনই একেকটি মাঠে ৫০ হাজার লিটার সমুদ্রের পানি দেওয়া হচ্ছে বলে জানায় কাতার। অতিরিক্ত পানি দেওয়াতে যাতে ঘাসে ছত্রাক জন্মানোর সুযোগ না হয়, সেইজন্য বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করেছে কাতার। এর সঙ্গে দেশটির একটি সংস্থা এই ঘাসের উৎপাদন করে বিকল্পের ব্যবস্থাও করে রেখেছে।

আরও পড়ুন- বিশ্বকাপে কাজ করা শ্রমিকদের বেতন দিচ্ছে না কাতার

মরুভূমিতে ঘেরা কাতার গত ১৫ বছর ধরে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে আসছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১২ লাখ অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত মরু উপত্যকার এই দেশটি। এখন অপেক্ষা শুধু 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' এর পর্দা ওঠার।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর