সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৩ বিপিএলে থাকছে না তারার মেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১০:০০ এএম

শেয়ার করুন:

২০২৩ বিপিএলে থাকছে না তারার মেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরাবরই বিদেশি তারকাদের পাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এর আগে এবিডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিদের দলে ভিড়িয়েও বাংলাদেশে আনতে পারেনি দলগুলো। ক্রিস গেইলকে পাওয়া গেলেও আসরজুড়ে এই ক্যারিবিয়ানের ঝড় উপভোগ থেকে বঞ্চিত হন লাখো ক্রিকেটপ্রেমী। আসন্ন বিপিএলে এই সঙ্কট হতে পারে আরও প্রবল।

দক্ষিণ আফ্রিকা লিগ ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের কারণে এই সঙ্কটে পড়তে চলেছে বিপিএল। সর্বশেষ আসরে মঈন, ডু প্লেসিরা খেলেছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। তবে এবার বিপিলের বদলে দক্ষিণ আফ্রিকা বা আমিরাত লিগকেই বেছে নিতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার।  


বিজ্ঞাপন


আরও পড়ুন >> সাদা বলে বাংলাদেশের সম্ভাবনা অনেক: শ্রীরাম 

সম্প্রতি ৪ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে জোহানেসবার্গ সুপার কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। এর ৩ দিন পর আবার সংযুক্ত আরব আমিরাত লিগের দল শারজাহ ওয়ারিয়র্সে নাম লিখিয়েছেন এই ক্রিকেটার। এতেই তৈরি হয়েছে জটিলতা।

আরও পড়ুন >> পাঞ্জাবের কোচ হচ্ছেন মরগ্যান

এদিকে শারজাহ ওয়ারিয়র্সের মালিক ভারতীয় কোম্পানি ‘কাপ্রি গ্লোবালস’। আরব আমিরাত লিগ কর্তৃপক্ষ জানিয়েছে,‘মঈন আলি খেলতে রাজি হয়েছেন। আর এই সময়ে তিনি দক্ষিণ আফ্রিকার লিগে খেলতে পারবেন না।’


বিজ্ঞাপন


এতে মঈনকে পাওয়া নিয়ে মুখোমুখি অবস্থানে দুই লিগের দুই দল। জোহানেসবার্গ সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা মাত্র বিষয়টি জেনেছি। এটা নিয়ে আমরা তদন্ত করব। তবে দক্ষিণ আফ্রিকার লিগে খেললে তিনি অবশ্যই সংযুক্ত আরব আমিরাত লিগে খেলতে পারবেন না।‘

এবিষয়ে এখনও মুখ খুলেননি মইন। দুই লিগে নাম দিয়ে এখন বিপাকে তিনি, ঘটনা গড়াতে পারে আইনি ঝামেলাতেও। দক্ষিণ আফ্রিকা ও আমিরাত লিগের যেকোন একটিতে খেলার আশা ছাড়তে হতে পারে ইংলিশ তারকাকে। ফলে বিপিএলে তাকে পাবার আশা একরকম অবান্তর। মঈনের মতো অন্য বিদেশিরাও যে বিদেশি লিগগুলোকে বিপিএলের চেয়ে বেশি প্রাধান্য দিবেন তা বলাই বাহুল্য।

আসছে জানুয়ারিতে মাঠে গড়াতে চলেছে বিপিএল। একই সময়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত লিগের উইন্ডো। ফলে শীর্ষ কোন বিদেশি ক্রিকেটারকে না পাওয়া যেতে পারে আসন্ন আসরে। শুধু দক্ষিণ আফ্রিকা বা আমিরাত লিগ নয়, বিপিএলকে সমস্যায় ফেলতে পারে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশও। 

মূলত একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্ভবে এক লিগের সঙ্গে অন্য লিগের সূচি সংঘর্ষ এড়ানো যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বরাবরই উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগারদের পারফরম্যান্সের কারণে প্রশ্ন ওঠে বিপিএলের খেলার মান নিয়ে। এবার যদি বিদেশি তারকারাও না আসেন অনেকটাই রঙ হারাবে বাংলাদেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগ। 

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর